‘হীরামন্ডি’ ওয়েব সিরিজ়ে রাজকীয় বেশে ধরা দিয়েছেন অভিনেত্রী অদিতি রায় হায়দরি।

ছবি: সংগৃহীত

 ভারী জারদৌসি কাজের লাল লেহঙ্গার সঙ্গে হালকা নীল ওড়নায় বেশ মানিয়েছে অদিতিকে।

ছবি: সংগৃহীত

লাল-কমলার মিশেলে বাঁধনির কাজ করা লেহঙ্গা জুড়ে রয়েছে গোটা পাত্তির কাজ।

ছবি: সংগৃহীত

লালচে খয়েরির সঙ্গে সবুজের ছোঁয়া। জরি, চুমকির ঠাসা কাজ করা লেহঙ্গায় জমকালো সাজ নায়িকার। পোশাকের সঙ্গে মিলিয়ে পাথরের ভারী গয়নায় নিজেকে সাজিতে তপলেছেন অদিতি।

ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা ভন্সালীর ‘হীরামন্ডি’। অভিনয়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের গয়না এবং সাজপোশাকও বেশ আলোচিত হয়েছে। 

ছবি: সংগৃহীত

গাঢ় নীল রঙের উপরে হালকা সবুজ, গোলাপির ফুলপাতার নকশা করা ফুটে উঠেছে অদিতির লেহঙ্গায়।

ছবি: সংগৃহীত

‘পদ্মাবত’ ছবিতে মেহরুন্নিসার চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গেই আলাদা করে নজর কেড়েছিল নায়িকার পোশাক। পান্না সবুজ রঙের ভেলভেটের কাফতানে সোনালি জরির কাজ। মানানসই আফগানি গয়নায় অনন্যা অদিতি।

ছবি: সংগৃহীত

অফ হোয়াইট লেহঙ্গা জুড়ে ফুটে উঠেছে ফুল-লতা-পাতার কাজ। কুন্দনের গয়নায় বেশ মানিয়েছে অদিতিকে।

ছবি: সংগৃহীত