গায়িকা থেকে রিয়্যালিটি শো-এর বিচারক, মোনালি ঠাকুরের পরিচিতি অভিনয় জগতেও।

ছবি: সংগৃহীত

  ‘বদরি কি দুলহানিয়া’, ‘মোহ মোহ কে ধাগে’-এর মতো সুপারহিট গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত

গান, অভিনয়ের মতোই ‘হিপ হপ’, ‘ভরতনাট্যম’ এবং ‘সালসা’— এই তিন ধরনের নাচে পারদর্শী মোনালি।

ছবি: সংগৃহীত

হিন্দি ছাড়াও বাংলা গানের রিয়্যালিটি শো-তেও বিচারক হয়েছেন মোনালি।

ছবি: সংগৃহীত

তাঁর অভিনয় জীবন শুরু হয় বাংলা টেলি ধারাবাহিক ‘আলোকিত এক ইন্দু’-তে ‘ইন্দুবালা’-র চরিত্রে। বড় পর্দায় প্রথম অভিনয় করেন রাজা সেন পরিচালিত ‘কৃষ্ণকান্তের উইল’ ছবিতে।

ছবি: সংগৃহীত

‘রেস’ ছবিতে ‘জ়ারা জ়ারা টাচ মি’ গানটির পর আর ফিরে তাকাতে হয়নি মোনালিকে। ‘দম লাগা কে হাইসা’ ছবির ‘মোহ মোহ কে ধাগে’ গানটির জন্য জাতীয় পুরস্কার পান তিনি। 

ছবি: সংগৃহীত

সাজপোশাকেও বলি নায়িকাদের টেক্কা দেন তিনি। নিজের বিভিন্ন ফোটোশুটের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন প্রায়ই।

ছবি: সংগৃহীত

একটি রিয়্যালিটি শো-তে বিচারক থাকাকালীন ছোট পোশাক পরায় সমাজমাধ্যমে হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

ছবি: সংগৃহীত