সম্প্রতি মুক্তি পেয়েছে সুন্দর সি পরিচালিত দক্ষিণী কমেডি-হরর ছবি ‘আরানমানাই ৪’। এই ছবিতে অভিনেত্রী তমন্না ভাটিয়াকে দেখা গেছে প্রধান চরিত্রে।

ছবি: সংগৃহীত

এমনিতে আজকাল তমন্নার সঙ্গে অভিনেতা বিজয় বর্মার সম্পর্ক নিয়ে চর্চা চলছে তো চলছেই!

ছবি: সংগৃহীত

এ বার তিনি খবর হলেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘আরানমানাই ৪’-এ তাঁর লুকের জন্য।

ছবি: সংগৃহীত

সিনেমায় অভিনেত্রীর সাজে এক জন ভারতীয় ঘরোয়া বধূর প্রতিচ্ছবি। পরণে শাড়ি, কপালে টিপ ও সোনার গয়নার ছিমছাম সাজ।

ছবি: সংগৃহীত

সেই লুকের বহু ছবি তিনি সমাজমাধ্যমে তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ছবি: সংগৃহীত

অনুরাগীরা সেই পোস্টের কমেন্টে তাঁদের শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।

ছবি: সংগৃহীত

দেশব্যাপী ‘আরানমানাই ৪’ বক্স অফিসে বেশ ভাল ফল দিচ্ছে এবং দর্শকদের নানা প্রশংসা কুড়িয়ে নিচ্ছে।

ছবি: সংগৃহীত

এই সিনেমায় তমন্না ভাটিয়ার পাশাপাশি রাশি খন্নাকেও দেখা গিয়েছে।

ছবি: সংগৃহীত