মোবাইলে ৫জি পরিষেবা নিয়েও বাফারিং-এর জ্বালায় বিরক্ত হয়ে পড়ছেন? ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে মেনে চলুন ৭ পদ্ধতি।

ছবি: সংগৃহীত

ফোনের সেটিংস প্যানেলে গিয়ে ‘এয়ারপ্লেন মোড’ চালু করুন কিছুক্ষণের জন্য।  তারপর আবার বন্ধ করে দিন। দেখবেন ইন্টারনেট ঠিকঠাক কাজ করছে।

ছবি: সংগৃহীত

মোবাইলের ‘ডেটা সেটিংস’ যাচাই করে নিন। প্রথমে সেটিংস-এ যান, তার পর ‘ডেটা সেটিংস’-এ গিয়ে নেটওয়ার্ক ‘অটো’-তে চালু করুন।

ছবি: সংগৃহীত

মোবাইলটি এক বার বন্ধ করে কিছুক্ষণ রেখে আবার চালু করুন। এতে অনেক সময় মোবাইলের নেটওয়ার্কের গতি বৃদ্ধি পায়।

ছবি: সংগৃহীত

মোবাইল থেকে সিম বার করে, কাপড় দিয়ে পরিষ্কার করে আবার মোবাইলে ঢুকিয়ে দেখতে পারেন।

ছবি: সংগৃহীত

এ সবের পরেও যদি নেটওয়ার্কের গতি না ফেরে, তা হলে সিমটি আপনার মোবাইল থেকে বার করে একবার অন্য মোবাইলে ঢুকিয়ে দেখুন, সেখানে নেটওয়ার্কের পরিষেবা কেমন পাচ্ছেন।

ছবি: সংগৃহীত

‘ওকলা’, ‘মেটেওর’, ‘স্পিডটেস্ট মাস্টার’ জাতীয় ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইলের ইন্টারনেটের গতি যাচাই করে দেখতে পারেন।

ছবি: সংগৃহীত

অনেক সময় ‘ডেটা লিমিট’ অতিক্রম করে গেলেও নেটওয়ার্কের সমস্যা দেখা যায়, সেটাও এক বার যাচাই করে নেবেন।

ছবি: সংগৃহীত