আজকাল তরুণ প্রজন্মের ইনস্টাগ্রাম করার প্রবণতা খুব বেশি।
ছবি: সংগৃহীত
সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইনস্টাগ্রামের মাধ্যমে পয়সা উপার্জনের চাহিদা।
ছবি: সংগৃহীত
নানা উপায়ে সহজেই আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে পয়সা উপার্জন করতে পারবেন। এর জন্য আপনাকে বেশি কাঠখড় পোড়াতেও হবে না।
ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামের অ্যালগরিদিম সম্বন্ধে ধারণা থাকলে এবং বাজার চলতি ‘ট্রেন্ডের’ ব্যাপারে ওয়াকিবহাল হলেই চলবে।
ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামে এমন বহু সংস্থা রয়েছে, যাঁরা তাঁদের প্রচারের জন্য টাকা দেন। সেই সমস্ত সংস্থার সঙ্গে যৌথভাবে আপনি নিজের প্রোফাইলে তাঁদের জিনিসের প্রচার করতে পারেন।
ছবি: সংগৃহীত
কোনও সংস্থার সঙ্গে চুক্তি স্থাপন করে আপনি তাঁদের ‘পারচেজ় লিংক’ প্রচার করতে পারেন। সেই লিংক থেকে অন্যরা কেনাকাটা করলে আপনি টাকা পাবেন।
ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামের মাধ্যমে অনলাইন ব্যবসার চল বেড়েছে এখন। আপনিও বাড়িতে বসেই ইনস্টাগ্রামে একটি অনলাইন ব্যবসা খুলে আয় করতে পারেন।
ছবি: সংগৃহীত
সারা দিনের ব্যস্ততার থেকে একটু বিরাম পেলেই ইনস্টাগ্রাম খুলে রিলস দেখে চলেন? সেই ‘রিলস’ বানিয়েও আপনি পয়সা উপার্জন করতে পারেন। শুধু মাথায় রাখতে হবে বাজারচলতি ট্রেন্ডের কথা।
ছবি: সংগৃহীত
আপনি কি আঁকতে বা কুরুশের কাজ বা অন্য কোনও হাতের কাজ করতে খুব ভালবাসেন? আপনার নিজের হাতে বানানো জিনিস ইনস্টাগ্রামের মাধ্যমে বিক্রি করেও আপনি আয় করতে পারেন।
ছবি: সংগৃহীত