কত টনের এসি কোন ঘরের জন্য উপযুক্ত?

ছবি: সংগৃহীত

বিলাসের সামগ্রী থেকে এখন প্রায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকায় চলে এসেছে এসি।

ছবি: সংগৃহীত

তবে, কোন ঘরের জন্য কত টনের এসি উপযুক্ত তা না জানা থাকলে কিন্তু সমস্যায় পড়তে পারেন।

ছবি: সংগৃহীত

অনেকেই হয়তো এই টনের অর্থ জানেন না। আসলে এটি এসির আকার বা ওজন বোঝায় না।

ছবি: সংগৃহীত

এই টন আসলে এসির কার্যক্ষমতাকে বোঝায়। এক টন এসির অর্থ ১২০০০ বিটিইউ প্রতি ঘণ্টা। সোজা কথায় এক টন বরফ একটি ঘরের তাপমাত্রা যত যতটা ঠান্ডা করতে পারে, এক টনের এসির ক্ষমতাও ঠিক ততটাই।

ছবি: সংগৃহীত

১০০ থেকে ১৩০ বর্গফুট ঘরের জন্য ১ টন এসি যথেষ্ট।

ছবি: সংগৃহীত

দেড় টনের এসি ১৩০ থেকে ২০০ বর্গফুটের ঘর ঠান্ডা করতে সক্ষম।

ছবি: সংগৃহীত

২৫০ থেকে ৩৫০ বর্গফুট ঘর ঠান্ডা করতে দুই টন এসি প্রয়োজন।

ছবি: সংগৃহীত