রক্তের পরিমাণ বৃদ্ধি করতে ডায়েটে রাখতে হবে ৭ খাবার।

ছবি: সংগৃহীত

বাদাম 

রক্তাল্পতার সমস্যা দূর করতে চিনেবাদাম, কাজুবাদাম খেলে উপকার হয়।

ছবি: সংগৃহীত

সিড

 আয়রন এবং হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে কুমড়োর বীজ, তিল, ফ্ল্যাক্স সিড বা তিসি রোজের খাবারে যোগ করুন।

ছবি: সংগৃহীত

পালং শাক

পালং শাকের রস খেতে পারেন। তরকারি বানিয়ে খেলেও শরীরে রক্তের পরিমাণ বাড়বে।

ছবি: সংগৃহীত

ডার্ক চকোলেট 

ডার্ক চকোলেটে থাকে প্রচুর আয়রন। রক্তাল্পতার সমস্যা দূর করতে খেতে পারেন ডার্ক চকোলেট।

ছবি: সংগৃহীত

খোসা শুদ্দু আলু

আলুর খোসায় থাকে একাধিক পুষ্টিগুণ। খোসা সমেত আলু রান্না করে খেলে অ্যানিমিয়া দূর হতে পারে।

ছবি: সংগৃহীত

ডাল

শরীরে রক্তের মাত্রা বৃদ্ধি করার সঙ্গে ওজন কমাতেও সাহায্য করে ডাল।

ছবি: সংগৃহীত

মটর জাতীয় খাদ্য

রাজমা, কালো বিন ইত্যাদি খেলেও শরীরে আয়রনের মাত্রা ঠিক থাকে। এর ফলে রক্তাল্পতার সমস্যা দূর হয়।

ছবি: সংগৃহীত