চায়ে বিটনুন মিশিয়ে খেলে কী কী উপকার মিলতে পারে?

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যের খেয়াল রাখতে হেঁশেলের বিভিন্ন উপাদান লিকার চায়ে মিশিয়ে খাওয়ার চল রয়েছে।

ছবি: সংগৃহীত

যেমন শীতকালে চায়ে আদা, লবঙ্গ, গোলমরিচ মিশিয়ে কাড়া বানিয়ে খান অনেকে। এতে সর্দি-কাশি দূরে থাকে।

ছবি: সংগৃহীত

আবার ওজন কমাতে চায়ে মধু, লেবু মিশিয়েও খান অনেকে। 

ছবি: সংগৃহীত

বিটনুনে রয়েছে এমন কিছু পুষ্টিকর উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূরে রাখা থেকে শরীরে শক্তির জোগান দিতে সক্ষম। চায়ে বিটনুন মিশিয়ে কী ভাবে খাবেন?

ছবি: সংগৃহীত

লেবু চা

লিকার চায়ে লেবুর রস এবং বিটনুন মিশিয়ে নিন। এই চা শরীর থেকে টক্সিক পদার্থ দূর করে ‘ডিটক্স’ করতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

গ্রিন টি 

অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ গ্রিন টি-তে যদি বিটনুন মিশিয়ে পান করা যায়, তা হলে বিপাকক্রিয়া ভাল থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

ছবি: সংগৃহীত

ব্ল্যাক টি

ব্ল্যাক টি-তে বিটনুন মিশিয়ে খেলে হজমের সমস্যা দূর হয়।

ছবি: সংগৃহীত