কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী?

ছবি: সংগৃহীত

কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাক উভয়ই প্রাণঘাতী হতে পারে। বর্তমানে এই সমস্যার কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ 

ছবি: সংগৃহীত

হার্ট অ্যাটাক হলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হয়৷ এর ফলে হার্টে অক্সিজেন পৌছতে পারে না৷ সময় মতো চিকিৎসা করানো হলে রোগী বেঁচে যেতেও পারেন৷ 

ছবি: সংগৃহীত

 কার্ডিয়াক অ্যারেস্টে হার্ট কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যায়৷ এর ফলে রোগীর বাঁচার সম্ভাবনা প্রায় থাকে না৷ 

ছবি: সংগৃহীত

কার্ডিয়াক অ্যারেস্টের কোনও পূর্বলক্ষণ থাকে না৷  কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার ২৪ ঘণ্টা আগে কিছু লক্ষণ দেখা যায়৷

ছবি: সংগৃহীত

 কার্ডিয়াক অ্যারেস্ট হলে আক্রান্তের পিঠে বা কাঁধে চাপ দিলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় না৷ কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বিশেষ কিছু উপায়ে সাময়িক ভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া চালু রাখা যেতে পারে৷  

ছবি: সংগৃহীত

কার্ডিয়াক অ্যারেস্টে হৃৎস্পন্দন হঠাৎ বন্ধ হয়ে যায়৷ হার্ট অ্যাটাকের আগে শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়।  

ছবি: সংগৃহীত

 কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক উভয়ই বিপজ্জনক৷ তাই সুস্থ জীবনযাপন এবং নির্দিষ্ট সময় অন্তর চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি৷

ছবি: সংগৃহীত