শীত পড়লে ঠান্ডা লাগা, অস্থিসন্ধিতে ব্যথা এ সব হতেই থাকে। তবে আপনার কাছে যদি থাকে একটি ম্যাজিক তেল, তা হলে শীত আপনাকে কোনও ভাবেই কাবু করতে পারবে না।

ছবি: সংগৃহীত

ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় উপকারী এই তেল৷ তার জন্য লাগবে রসুন আর সামান্য তেল।

ছবি: সংগৃহীত

এর সঙ্গে অল্প পরিমাণে নিয়ে নিতে পারেন তিলের তেল, সর্ষের তেল।

ছবি: সংগৃহীত

প্রথমে রসুন ভাল ভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এর পর খুব ভাল ভাবে রসুন পিষে নিতে হবে।

ছবি: সংগৃহীত

একটি কড়াইয়ে এক কাপ সর্ষের তেল বা তিলের তেল গরম করতে হবে হালকা আঁচে। আপনি চাইলে আধ কাপ তিলের তেল আর আধ কাফ সর্ষের তেলও মিশিয়ে নিতে পারেন।।

ছবি: সংগৃহীত

তেল গরম হলে তার মধ্যে দিতে হবে রসুন আর জোয়ান৷ এর পর নাড়তে থাকুন। খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায়।

ছবি: সংগৃহীত

কম আঁচে বেশ কিছু ক্ষণ ভাল ভাবে তেলটা নাড়তে থাকুন, যেন রসুন পুড়ে না যায়।

ছবি: সংগৃহীত

 এর পর তেলটা নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ড হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তেল একটি পাত্রে ভরে রাখুন।

ছবি: সংগৃহীত

সর্দি কাশি হলে, বুকে কফ জমলে অথবা শরীরের কোথাও ব্যথা হলে এই তেল অল্প করে নিয়ে হালকা হাতে মালিশ করুন। ম্যাজিকের মতো কাজ করবে।

ছবি: সংগৃহীত