Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Shampoo

কী ভাবে ব্যবহার করতে হয় ড্রাই শ্যাম্পু?

চুল তেলতেলে হয়ে গিয়েছে। শ্যাম্পু না করলেই নয়। এ দিকে সকালে উঠেই বেরোতে হবে। শ্যাম্পু করার সময় নেই। ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। এই সব দিনে ড্রাই শ্যাম্পু আশীর্বাদ মনে হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১২
Share: Save:

চুল তেলতেলে হয়ে গিয়েছে। শ্যাম্পু না করলেই নয়। এ দিকে সকালে উঠেই বেরোতে হবে। শ্যাম্পু করার সময় নেই। ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। এই সব দিনে ড্রাই শ্যাম্পু আশীর্বাদ মনে হয়। এ দিকে ড্রাই শ্যাম্পুর কথা জানলেও অনেকেই এর ব্যবহার জানেন না।

কী ভাবে ব্যবহার করবেন ড্রাই শ্যাম্পু?

ড্রাই শ্যাম্পু স্প্রে করার সময় তালুর এমন জায়গায় স্প্রে করুন যেই অংশ বেশি তৈলাক্ত।

আরও পড়ুন: কেন রোজ ডিপ ক্লিনজিং জরুরি?

ড্রাই শ্যাম্পুর বোতল মাথা থেকে অন্তত ৯ ইঞ্চি দূরে ধরে স্প্রে করুন।

স্প্রে করার সময় মাথা হালকা ঝাঁকাতে পারলে ভাল হয়। এর ফলে স্প্রে সব জায়গায় ভাল করে ছড়িয়ে যাবে।

আরও পড়ুন: অলস মেয়েরা শিখে রাখুন এই ৫ বিউটি টিপস

আঙুলের ডগা দিয়ে স্ক্যাল্পে হালকা মাসাজ করে নিন। এতে শ্যাম্পু আরও ভাল ভাবে মিশে যাবে।

অনেক সময় হেয়ারস্টাইলিস্টরা স্বাভাবিক ভাবে শ্যাম্পু করার চুল একটু শুকিয়ে গেলে ড্রাই শ্যাম্পু স্প্রে করতে বলেন। শুনতে অবাক লাগলেও এতে চুলে ভলিউম আসবে। এর ফলে শ্যাম্পু বেশিদিন থাকবে। তাড়াতাড়ি তৈলাক্ত হবে না তালু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dry Shampoo Hair Spray Beauty Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE