Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কে এই মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লর?

বাবা-মাকে দেখে ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল বড় হয়ে চিকিৎসক হবেন। তখন থেকেই পড়ার বইয়ে মুখ গুজে থাকতেন এই মেয়ে। আর বাকি পাঁচটা মেয়ের মতো পড়াশোনাটাই ছিল তাঁর ধ্যান-জ্ঞান।

মানুষী ছিল্লর।—ফাইল চিত্র।

মানুষী ছিল্লর।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ২৩:২৫
Share: Save:

১৯৯৭ সালের ১৪ মে হরিয়ানায় এক চিকিৎসক পরিবারে জন্ম মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লরের। বাবা-মা দু’জনেই চিকিৎসক। বাবা মিত্র বসু ছিল্লর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের এক বিজ্ঞানী। আর মা নীলম ছিল্লর ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়র অ্যান্ড অ্যালাইড সায়েন্সের সহকারী অধ্যাপক। বাবা-মাকে দেখে ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল বড় হয়ে চিকিৎসক হবেন। তখন থেকেই পড়ার বইয়ে মুখ গুজে থাকতেন এই মেয়ে। আর বাকি পাঁচটা মেয়ের মতো পড়াশোনাটাই ছিল তাঁর ধ্যান-জ্ঞান।

আরও পড়ুন: ১৭ বছর পর ফের মিস ওয়ার্ল্ড খেতাব ভারতে মানুষীর হাত ধরে

আরও পড়ুন: রূপসী ভারতকন্যা, যাঁরা বিশ্বজয় করেছেন

পরে গোটা পরিবার হরিয়ানা থেকে চলে আসেন উত্তর দিল্লিতে। মানুষী ভর্তি হন দিল্লির সেন্ট থমাস স্কুলে। দ্বাদশ শ্রেণিতে খুব ভাল ফলাফল করে সোনিপাতের ভগতফুল সিংহ সরকারি কলেজ ও হাসপাতালে(মহিলা) ডাক্তারি নিয়ে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি বিখ্যাত নৃত্যশিল্পী রাজা রেড্ডি, রাধা রেড্ডি এবং কৌশল্যা রেড্ডির কাছে তাঁর তালিম চলছিল কুচিপুড়ী নৃত্যশৈলীরও।

Today I would want to tell you guys a little about the Hotel that we are staying in - Phoenix Island resort in Visit Sanya Did You Know? Phoenix Island Resort Sanya is located in the heart of picturesque Phoenix Island, with a height of 99.8 meters. It is China's first five-star resort hotel on the coastline. Such impeccable service & Delicious food this place serves! We are truly in for a royal treatment Thank you Miss World organization for making us feel so special! #MissWorld #MissWorldIndia #Manushi4MissWorld #ManushiChhillar

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

সে সময় চণ্ডীগঢ়ে ছিলেন মানুষী। তিনি একটি সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার খবর পান। আর দেরি করেননি। নাম নথিভুক্ত করে ফেলেন সেই প্রতিযোগিতায়।

Proudly representing #India at @missworld 2017! #MissWorld2017 #MissWorld #MW2017 #ManushiChhillar #OfficialMobstar #India #China #BeautyWithAPurpose #Sanya

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

এ সব কিছু অবশ্য বৃথা যায়নি। বিজয়িনীর শেষ হাসিটা হেসেছেন বছর কুড়ির এই সুন্দরী। ২০১৭ সালের ২৫ জুন হরিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করে জিতে নিয়েছিলেন ‘মিস ইন্ডিয়ার’ খেতাব। এ বার বিশ্ব সুন্দরী ২০১৭-র মুকুট জিতে নিয়ে দীর্ঘ ১৭ বছরের খরা কাটালেন মানুষী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE