Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Makeup

কসমেটিক নয়, ত্বক ভাল রাখতে বানিয়ে নিন অর্গ্যানিক ফাউন্ডেশন

গোটা শীতকাল জুড়েই থাকবে পার্টির মরসুম। পার্টি শেষ হলেই এসে যাবে বিয়েবাড়ির পালা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০৮:১১
Share: Save:

গোটা শীতকাল জুড়েই থাকবে পার্টির মরসুম। পার্টি শেষ হলেই এসে যাবে বিয়েবাড়ির পালা। মাঘ, ফাল্গুন দু’মাস বিয়ের নিমন্ত্রণের চোটে দম ফেলার উপায় থাকে না। আর পার্টি, বিয়ে মানেই রোজ মেকআপ। শীত কালে এমনিতেই ত্বক শুষ্ক হয়ে যায়। তার উপর রোজ মেকআপ করলে ত্বকের অবস্থা আরও খারাপ হয়।

কসমেটিকসের মধ্যে থাকা রাসায়নিক ত্বকের ক্ষতি করে। আবার অনেক দিন ফাউন্ডেশন, কম্প্যাক্ট রেখে দিলে ডিসকালারেশনের সমস্যাও হয়। তাই ত্বক ক্ষতিকারক রাসায়নিকের হাত থেকে বাঁচাতে বাড়িতেই বানিয়ে নিন অর্গ্যানিক ফাউন্ডেশন।

কী কী লাগবে

অ্যারারুট পাউডার

কোকো পাউডার

নাটমেগ

দারচিনি

অলিভ বা আমন্ড অয়েল

আরও পড়ুন: এগুলো করুন, আর স্মাজ করবে না কাজল

কী ভাবে বানাবেন

নিজের ত্বকের ধরন অনুযায়ী পরিমাণ মতো অ্যারারুট পাউডার নিন। ফর্সা ত্বক হলে ১ টেবল চামচ অ্যারারুট পাউডার নিন। ত্বকের রং গাঢ় হলে ১ চা চামচই যথেষ্ট। এ বার এর সঙ্গে বাকি উপকরণ অর্থাত্ কোকো পাউডার, নাটমেগ, দারচিনি ভাল করে মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন। যতক্ষণ না আপনার সঠিক স্কিন টোন আসছে।

আরও পড়ুন: শীতে শুষ্ক চুলের যত্ন নেওয়ার ৬ হাইড্রেটিং হেয়ার মাস্ক

যদি কম্প্যাক্ট টেক্সচার ফাউন্ডেশন চান তা হলে অলিভ বা আমন্ড অয়েল মিশিয়ে নিয়ে টিস্যুর সাহায্যে প্রেস করে নিন ভাল করে।

‘এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

তৈরি হয়ে গিয়েছে অর্গ্যানিক ফাউন্ডেশন। মেক আপ ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন ত্বকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beauty Tips Make Up Foundation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE