Advertisement
২০ এপ্রিল ২০২৪
Durga Puja 2019

দেখে নিন দক্ষিণ কলকাতার আরও কিছু সেরা পুজো

কোন কোন মণ্ডপ না দেখলেই মিস? হ্যাটা হতে হবে বন্ধুদের কাছে? রইল সে সবের হদিশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ১৪:২৩
Share: Save:
০১ ২০
বাদামতলা আসার সঙ্ঘের পুজোতে আলো-আঁধারিতে মণ্ডপ সজ্জা নজর কেড়েছে।

বাদামতলা আসার সঙ্ঘের পুজোতে আলো-আঁধারিতে মণ্ডপ সজ্জা নজর কেড়েছে।

০২ ২০
প্রতিমা দেখতে ভিড় জমতে শুরু করে দিয়েছে।

প্রতিমা দেখতে ভিড় জমতে শুরু করে দিয়েছে।

০৩ ২০
যোধপুর পার্কে প্রতিমার কৃষ্ণবর্ণ রূপ।

যোধপুর পার্কে প্রতিমার কৃষ্ণবর্ণ রূপ।

০৪ ২০
ঢাকে কাঠি পরার আগেই ভিড় জমেছে সেখানে।

ঢাকে কাঠি পরার আগেই ভিড় জমেছে সেখানে।

০৭ ২০
অজয় সংহতির পুজোতে ভিড় জমছে দর্শনার্থীদের।

অজয় সংহতির পুজোতে ভিড় জমছে দর্শনার্থীদের।

০৮ ২০
তাদের প্রতিমার রূপে প্রাণ পেয়েছে বাংলার স্নিগ্ধ মায়ের রূপ।

তাদের প্রতিমার রূপে প্রাণ পেয়েছে বাংলার স্নিগ্ধ মায়ের রূপ।

০৯ ২০
সাবেকি প্রতিমার মূর্তি দেখতে ভিড় জমছে ভবানীপুর সার্বজনীনের মণ্ডপে।

সাবেকি প্রতিমার মূর্তি দেখতে ভিড় জমছে ভবানীপুর সার্বজনীনের মণ্ডপে।

১০ ২০
প্রতিমার মুখের স্নিগ্ধতা নজর কেড়ে নিয়েছে ভবানীপুরে।

প্রতিমার মুখের স্নিগ্ধতা নজর কেড়ে নিয়েছে ভবানীপুরে।

১১ ২০
একডালিয়ার পুজোতে চোখ টানছে সাবেকি ঠাকুর।

একডালিয়ার পুজোতে চোখ টানছে সাবেকি ঠাকুর।

১২ ২০
তাদের মণ্ডপে এ বারও আলো ছড়াচ্ছে বিশাল ঝাড়বাতি।

তাদের মণ্ডপে এ বারও আলো ছড়াচ্ছে বিশাল ঝাড়বাতি।

১৩ ২০
সাবেক প্রতিমা দেখতে ভিড় জমছে সিংহি পার্কের পুজোয়।

সাবেক প্রতিমা দেখতে ভিড় জমছে সিংহি পার্কের পুজোয়।

১৪ ২০
মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে বিভিন্ন আঁকা ছবি।

মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে বিভিন্ন আঁকা ছবি।

১৫ ২০
শিবমন্দিরের পুজোয় দেখা যাচ্ছে কৃষ্ণবর্ণ প্রতিমা।

শিবমন্দিরের পুজোয় দেখা যাচ্ছে কৃষ্ণবর্ণ প্রতিমা।

১৬ ২০
জমকালো মণ্ডপ চোখ টানছে দর্শকদের।

জমকালো মণ্ডপ চোখ টানছে দর্শকদের।

১৭ ২০
নাকতলা উদয়ন সংঘের এ বার প্রতিমার চার দিকে রেখেছে জলের আধার।

নাকতলা উদয়ন সংঘের এ বার প্রতিমার চার দিকে রেখেছে জলের আধার।

১৮ ২০
তাতে ফুটে উঠেছে প্রতিমার রূপ।

তাতে ফুটে উঠেছে প্রতিমার রূপ।

১৯ ২০
হিন্দুস্থান পার্কের পুজোয় অভিনবত্ব দেখা গিয়েছে এ বারেও।

হিন্দুস্থান পার্কের পুজোয় অভিনবত্ব দেখা গিয়েছে এ বারেও।

২০ ২০
আলো-আঁধারির মাঝে হিন্দুস্থান পার্কের পুজো অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দক্ষিণ কলকাতায়।

আলো-আঁধারির মাঝে হিন্দুস্থান পার্কের পুজো অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দক্ষিণ কলকাতায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE