Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Durga Puja Shopping Guide

মার্বেলের মেঝে? এ ভাবে যত্ন নিলে নতুনের মতো দেখাবে

উৎসবের মরসুমে বাড়ির মেঝের যত্ন নিয়ে চিন্তায়? রইল সমাধান।

সাবেক আমলের দাবার ছক মার্বেল মেঝে।

সাবেক আমলের দাবার ছক মার্বেল মেঝে।

সুদীপ ভট্টাচার্য
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ১২:৫৩
Share: Save:

ইতালীয় মার্বেলের ঝকঝকে পালিশের মেঝেতে নাকি আয়নার মতো মুখ দেখা যেত একসময়! মোজাইক দানা দিয়ে পালিশ এতটাই চমৎকার হত যে মার্বেল লাগানোর দরকারই হত না। এমনকী, সাদামাটা লাল রঙের মেঝে এতটাই চকককে দেখেছি যে অবাক হয়ে যেতে হয়। পুরনো দিনে খুব একটা সেরামিক মেঝের চল ছিল না, সুতরাং এভাবেই মেঝে তৈরি হত।

এখন দিন বদলেছে। রুচি বদলেছে মানুষের। খাটনি সহজলভ্য করার চেষ্টাও চলছে। মার্বেল যদিও চিরকালীন, কিন্তু মোজাইক দানার মেঝে, কিম্বা মোজাইক দানার টাইলস বা সাধারণ মেঝে আজকাল উঠেই গিয়েছে এক প্রকার। অন্দরসজ্জার ভাবনা আরও অন্যরকম হয়েছে।

কোন মেঝে কিসের জন্যে ব্যবহার করা হবে, সেটাও ভাবা হচ্ছে রীতিমতো। মার্বেলের মেঝে তো চিরকালের। বিশেষ উডেন ফ্লোরিং, রবার ফ্লোরিং, টাফেন্ড গ্লাস ফ্লোরিং, সেরামিক টাইলস, কিংবা রাস্টিক টাইলস ফ্লোরিংও নিয়মিত মেঝের জন্যে ব্যবহার করা হচ্ছে আজকাল। অনেকেই আবার পার্টেক্স করিয়ে নিচ্ছেন। এতে খরচ মার্বেলের মতোই, কিন্তু ঘষাঘষির ঝঞ্ঝাট নেই।

আরও পড়ুন: ঘর সাজাতে খরচ ও ঝক্কি নিয়ে চিন্তায়? রইল পকেটসই সমাধান​

সামনেই পুজো। উৎসবের মরসুমে তাই কিছু পরামর্শ রইল, যাতে পুজোর আগে ভালভাবে নিজের বাড়ির মেঝের যত্ন নিতে পারেন।

আরও পড়ুন: ঘরের রং হোক শরতের আকাশের মতো মন ভাল করা​

আরও পড়ুন: জুতোও রাখতে পারেন ওয়ার্ডরোবে​

​(লেখক অন্দরসজ্জা বিশেষজ্ঞ)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja Shopping Guide Durga Puja Tips & Tricks
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE