Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Nihar

কোন কোন মন্ডপে পাওয়া যাবে 'থার্ড আই' -এর দেখা

প্যান্ডেমিক পরিস্থিতির কারণে বেশিরভাগ রাস্তা ঘাটই প্রায় ফাঁকা , অথবা পুজো মন্ডপে ভিড় হলেও তা অন্যান্য বছরের তুলনায় কম।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ০৮:০৭
Share: Save:

এবছর প্যান্ডেমিক পরিস্থিতির কারণে পুজোর আমেজ কিছুটা হলেও আলাদা। তবে পুজোর আমেজ যেমনই থাক, বাঙালির সারা বছরের অপেক্ষায় ভাঁটা পরবে, তা কি করে হয়। তাই এবছর এই পুজোতে আরও একটি বিশেষ মাত্রা যোগ করেছে নিহার ন্যাচরাল। চারিদিকের পরিস্থিতির কথাও যেমন মাথায় রাখতে হচ্ছে, তেমনই একই সঙ্গে মেয়েদের সুরক্ষাবিধির দিকেও এবছর নজর রাখা আরও বেশি জরুরি। প্যান্ডেমিক পরিস্থিতির কারণে বেশিরভাগ রাস্তা ঘাটই প্রায় ফাঁকা , অথবা পুজো মন্ডপে ভিড় হলেও তা অন্যান্য বছরের তুলনায় কম। তাই ফাঁকা রাস্তায় বা ভিড় মন্ডপে যাতে মেয়েরা সুরক্ষিত থাকে সেই কথা মাথায় রেখেই নিহার ন্যাচরাল নিয়ে চলে এসেছে তাদের এক বিশেষ উদ্যোগ। দক্ষিন কলকাতার সেরা কয়েকটি পুজো মন্ডপ প্রায় সকলেরই খুব প্রিয়। বাদামতলা আষাঢ় সংঘ, দেশপ্রিয় পার্ক এবং একডালিয়া সিঙ্ঘি পার্ক এর পুজো না দেখলে বাঙালির পুজো সম্পূর্ণ হয় না-ই বলা যেতে পারে। তাই এই সমস্ত পুজো মন্ডপে দর্শনার্থীদের সংখ্যাও বেশ ভালোই থাকে। এ বছর এই সমস্ত পুজো মন্ডপে বা রাস্তায় আপনাকে রক্ষা করবে স্বয়ং মা। দক্ষিণ কলকাতার এই পুজো মন্ডপগুলিতে থাকবে মায়ের ত্রিনয়নের আর্ট স্ট্রাকচার। এই প্রতিটি ত্রিনয়নের সঙ্গে একটি করে সিসিটিভি ক্যামেরার ব্যাবস্থা থাকবে। যেখানে সরাসরি পুজো মন্ডপের সমস্ত ছবি ধরা পরবে। এবং মন্ডপে থাকা এল ই ডি স্ক্রিনে ফুটে উঠবে এই সমস্ত ক্যামেরার দৃশ্য। এর ফলে মেয়েরা ভিড়ের মাঝে হোক কিংবা ফাঁকা রাস্তায়, নিশ্চিন্তে ও সুরক্ষিতভাবে তাদের পুজো কাটাতে পারবেন। দক্ষিন কলকাতার এই তিনটি বিখ্যাত পুজো মন্ডপে মোট ১২ টি ক্যামেরা ও ৩ টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ধরা পরবে এই সমস্ত খুঁটিনাটি ছবি। নিহার ন্যাচরালের এই উদ্যোগকে কুর্নিশ। তাহলে আর চিন্তা কিসের। নিহার ন্যাচরালের হাত ধরে এবছর পুজো কাটান নিশ্চিন্ত ও সুরক্ষিতভাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE