ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘনে ৪ বছরের জন্য নির্বাসিত রাশিয়া, নেই টোকিয়ো যজ্ঞে
২০১১-১৫ সরকারি মদতে রাশিয়ায় ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘন ও ডোপিংয়ের রিপোর্ট বদলে একাধিক প্রতারণা করা হয়েছে— এই অভিযোগে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা) সোমবার সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে চার বছরের জন্য বহিষ্কার করল রাশিয়াকে।