অবসর আছে আহ্লাদে
‘জয়ী’ ধারাবাহিকের দেবাদৃতা বসুর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। ধারাবাহিকের জা-ননদই হয়ে উঠেছে তাঁর বন্ধু। তবুও ব্যক্তিগত সম্পর্ক ধরা আছে তার জায়গায়, ‘‘দাদু, দিদিমা বা বন্ধুবান্ধবও সেটে আসে আমার সঙ্গে দেখা করতে। শুটিংয়ের ফাঁকেই ওদের সঙ্গে সময় কাটানোটা আমার এক রকম বিনোদন বলতে পারেন,’’ জানালেন অভিনেত্রী।