স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৪ রানে শেষ ওমান!
ওমানের ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১৭.১ ওভার। স্কটল্যান্ডের বোলাররা নিয়মিত আঘাত হানতে থাকেন ওমান ইনিংসে। স্কটল্যান্ডের রুয়াইদ্ধি স্মিথ ও অ্যাড্রিয়ান নিল চারটে করে উইকেট নেন। বাকি দুই উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স।