খুনের দু’দিনের মধ্যেই বাগুইআটি কাণ্ডের কিনারা করল পুলিশ। ঘটনায় অভিযুক্ত সন্দেহে বৃহস্পতিবার রাতে কুলতলি থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সুভদ্রার ঘনিষ্ঠ আত্মীয়।
লুঠের উদ্দেশেই সুভদ্রাকে খুন করা হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। যদিও খুনের পর সুভদ্রার ঘর থেকে মাত্র ৪২০ টাকা এবং কিছু সোনার গয়না পায় অভিযুক্তেরা।
ধৃতদের জেরা করে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ওই দুই ব্যক্তি সুভদ্রার বাগুইআটির ফ্ল্যাটে আসে। রাতের খাওয়া সেখানেই সারেন তারা। এর পর সুভদ্রাকে খুন করে তারা। ধৃতদের কাছ থেকে লুঠ হওয়া টাকা এবং একটি গয়না উদ্ধারও করেছে পুলিশ।