বিক্রিতে শাওমি শীর্ষে!
২০১৫-তে শাওমি মোবাইল প্রস্তুতকারক সংস্থার পঞ্চম জন্মবার্ষিকীতে শুরু হয়েছিল এমআই ফ্যান ফেস্টিভ্যাল। ছিল নানা অফার, ডিসকাউন্ট। সে সময় মাত্র ২৪ ঘণ্টায় ২০ লক্ষ-র বেশি শাওমির ফোন বিক্রি হয়। তাও আবার একটি মাত্র ওয়েবসাইটের মাধ্যমে। তাদের এই সাফল্যে গিনেস রেকর্ডও তৈরি হয়েছিল। আরও এক বার কি রেকর্ড করতে চলেছে শাওমি? লঞ্চ হওয়ার ৪৫ দিনের মধ্যে প্রতি ৪ সেকেন্ডে একটি করে রেডমি নোট ফোর বিক্রি করেছে বলে দাবি ওই চিনা সংস্থার।
আরও পড়ুন- গুগলের সঙ্গে মিলে খুব সস্তায় ফোর জি স্মার্টফোন আনছে রিলায়্যান্স জিও
চলতি বছরে ২৩ জানুয়ারি লঞ্চ হয় শাওমির রেডমি নোট ফোর। প্রথম সেলের ৪৫ দিনের মধ্যে প্রায় ১০ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে শাওমি। রেডমি নোট ফোর-কে ভারতে দ্রুততম বিক্রি হওয়া মডেল হিসেবেও দাবি করছে ওই সংস্থা। ২৩ জানুয়ারিতে মাত্র দশ মিনিটের মধ্যে ২ লক্ষের বেশি নোট ফোর বিক্রি হয়।
ভারতে তিন ধরনের রেডমি নোট ফোর নিয়ে আসে শাওমি। ২ জিবি ৯৯৯৯ টাকা, ৩ জিবি ১০,৯৯৯ টাকা এবং ৪ জিবি ১২,৯৯৯ টাকার এই তিন ধরনে র্যামের নোট ফোর রয়েছে। ফ্লিপকার্ট এবং নিজেদের ওয়েবসাইট ছাড়া বাজারে সাধারণত শাওমির কোনও মোবাইল বিক্রি হয় না।