Vladimir Putin

যৎকিঞ্চৎ

ভ্লাদিমির পুতিনকে ভারতে স্বাগত জানাতে বারাণসীর মানুষ রীতিমতো ফটো সাজিয়ে, ধূপ-দীপ জ্বালিয়ে, ভক্তিগীতি গেয়ে আরতি করলেন, পরে সম্মিলিতকণ্ঠে ‘ভারতমাতা কি জয়’, ‘ভারত-রুশ ভাই ভাই’ও হল।

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৬:০২
Share:

পুতুল-পুজো নয়, পুতিন-পুজো। ভ্লাদিমির পুতিনকে ভারতে স্বাগত জানাতে বারাণসীর মানুষ রীতিমতো ফটো সাজিয়ে, ধূপ-দীপ জ্বালিয়ে, ভক্তিগীতি গেয়ে আরতি করলেন, পরে সম্মিলিতকণ্ঠে ‘ভারতমাতা কি জয়’, ‘ভারত-রুশ ভাই ভাই’ও হল। কাশীর ঘাটে প্রদীপমালায় ‘স্বাগত পুতিন’ও দেখা গেল। ট্রাম্পের বেলাতেও কারা যেন ঘটা করে যাগযজ্ঞ করেছিল, তাতে শুল্কভার আটকায়নি, মোহভঙ্গ হলে কুশপুতুল পোড়াতে হয়েছে। পরের পুজোয় অসুরের মুখ আবার না রুশ-রুশ দেখতে হয়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন