বলিউডে পা রাখছেন সুনীল পুত্র আহান

বলিউডে নতুনদের লঞ্চ করাটা ‘ভাইজান’ সলমনের একটা শখ। গ্ল্যাম হট ক্যাটরিনা থেকে শুরু করে চুলবুলি সোনাক্ষী। হালফিলে আথিয়া শেট্টি কিংবা সূর্য পাঞ্চোলিদের বলিউডে লঞ্চ করার পিছনে গডফাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। ফের তিনি নাকি একজন নতুন নায়ককে লঞ্চ করতে চলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ১৫:৩৯
Share:

বলিউডে নতুনদের লঞ্চ করাটা ‘ভাইজান’ সলমনের একটা শখ। গ্ল্যাম হট ক্যাটরিনা থেকে শুরু করে চুলবুলি সোনাক্ষী। হালফিলে আথিয়া শেট্টি কিংবা সূর্য পাঞ্চোলিদের বলিউডে লঞ্চ করার পিছনে গডফাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। ফের তিনি নাকি একজন নতুন নায়ককে লঞ্চ করতে চলেছেন। সলমনের হাত ধরে এ বার বলিউডে আসতে চলেছেন সুনীল শেট্টির সুযোগ্য পুত্র আহান শেট্টি।

Advertisement

আথিয়া শেট্টির পর এ বার সিলভার স্ক্রিন ক‌াঁপাতে আসছেন ত‌াঁর ভাই। বলিউডে আসাটা যাতে জমকালো হয়। সেই ব্যাপারে কড়া নজর রাখছেন সলমন নিজেই। আহানের ডায়েট চার্ট থেকে শুরু করে ওয়ার্ক ওয়াট রুটিন সবই নিজের হাতে তৈরি করেছেন তিনি।

আরও পড়ুন: গোপনে শুটিং সারলেন রণবীর-আলিয়া!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement