সলমনের হাত ধরে বড়পর্দায় আসছেন এই বাঙালি নায়িকা

বলিউডে অনেক নতুন মুখকে সুযোগ দিয়েছেন সলমন খান। এ বার তিনি মৌনী রায়কে বড় পরদায় আনতে চলেছেন বলে খবর। মৌনী ‘বিগ বস টেন’-এর প্রতিযোগী ছিলেন। সেখান থেকেই সলমনের সঙ্গে তাঁর পরিচয়।

Advertisement
শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১২:১০
Share:

বলিউডে অনেক নতুন মুখকে সুযোগ দিয়েছেন সলমন খান। এ বার তিনি মৌনী রায়কে বড় পরদায় আনতে চলেছেন বলে খবর। মৌনী ‘বিগ বস টেন’-এর প্রতিযোগী ছিলেন। সেখান থেকেই সলমনের সঙ্গে তাঁর পরিচয়। সলমন সেই সময় মৌনীর বেশ প্রশংসাও করতেন। জারিন খান, সোনাক্ষী সিংহ থেকে সুরজ পাঞ্চোলি, আথিয়া শেট্টিকে বড় পরদায় নিয়ে এসেছেন সলমন। তিনি সদয় হলে মৌনীরও বলিউড-ভাগ্য খুলে যেতে পারে। মৌনী ছোট পরদার জনপ্রিয় মুখ। কোচবিহারের এই বাঙালি কন্যে ‘কিঁউকি শাস ভি কভি বহু থি’ দিয়ে প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন। তার পরেও একাধিক ধারাবাহিকের লিড চরিত্র হয়েছেন। কত্থকের তালিমপ্রাপ্ত এই নায়িকা এখন ‘নাগিন’ ধারাবাহিকে কাজ করছেন। ভাইজানের ঘনিষ্ঠদের মতে, মৌনীকে ট্র্যাডিশনাল লুকের কোনও চরিত্রের জন্য পছন্দ হয়েছে সলমনের। যেমনটা তিনি সোনাক্ষীর লুক রেখেছিলেন ‘দবং’-এ। সলমনের আগামী হোম প্রোডাকশনে মৌনী থাকবেন বলে শোনা যাচ্ছে। অবশ্যই সলমন নিজেও থাকবেন সেই ছবিতে। তবে মৌনী তাঁর বিপরীতে থাকবেন কি না সেটা এখনই জানা যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement