শেষ ২০১৬। ভাল, খারাপ মিশিয়েই কাটল বছর। ডিমনিটাইজেশনের আচমকা ধাক্কাও অনেকটাই সামলে ওঠা গিয়েছে। এখন নতুন বছরের দিকে তাকিয়ে রয়েছি সকলেই। যা-ই রেজলিউশন নিই না কেন, সকলের চাওয়া একটাই। ভাল থাকা। আর তাই দেখে নিন ভাল থাকার জন্য ২০১৭ সালে কী কী রেজলিউশন নিতে পারেন আপনি।ভাল থাকুন, ভাল রাখুন, ভাল কাটুক নতুন বছর।
ছবি: সংগৃহীত