(১) গুলি, বন্দুক দ্বারা আহত হওয়া, আগুনে পুড়ে যাওয়া, গরম তেল বা জল পড়ে পুড়ে যাওয়া; এ সব ক্ষেত্রে আগুনই যদি একমাত্র কারণ হয়, বুঝতে হবে, জন্মছকে রবি-মঙ্গলের দোষ রয়েছে।
(২) আবার মকর যাদের জন্ম লগ্ন, তাদের দৈহিক গঠন হয়তো শক্তিশালী, তবুও এরা নানা রকম সংক্রামক রোগে আক্রান্ত হয়। নানা রকম চর্ম রোগে ভোগে, শরীরে নানা কারণে বিভিন্ন ধরনের ক্ষতচিহ্ন থাকে, অস্ত্রের আঘাত থাকে, অনেকবার অস্ত্রোপচার হয়। এমনকি উচ্চস্থান থেকে পড়েও যেতে পারে।
(৩) যদি কারও অষ্টম ভাব বা অষ্টম ভাবের নবাংশ বৃশ্চিক রাশিতে পড়ে, তা হলে এদের দুর্ঘটনা বা মৃত্যু যোগ ঘটে জলে ডুবে,ধারাল অস্ত্র থেকে, বা গাছ থেকে পড়ে।
(৪) যে কোন ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে প্রবল ভাবে মঙ্গল জড়িয়ে থাকে। মঙ্গল আবার প্রবল ভাবে যে কোনও রক্তপাতের সঙ্গে যুক্ত থাকে। যে কোনও আকস্মিক বিপজ্জনক ঘটনার সঙ্গে আর মাটি সংত্রান্ত কোনও বিপদের সঙ্গেও যুক্ত মঙ্গল। দুর্ঘটনায় কেটে গেল বা ছিঁড়ে গেল, ইন্টারনেল হেমারেজ হল, শিরা বা ধমনি ফেটে নিরন্তর রক্তপাত, তার জন্য এক মাত্র মঙ্গলই দায়ী।
(৫) যেখানে গাড়ি সংক্রান্ত কোনও দুর্ঘটনা ঘটে, সেখানে অন্য গ্রহ যেমন আছে, তার সঙ্গে অবশ্যই বৃহস্পতি এসে জুড়বে।
(৬) যে সব দুর্ঘটনায় হাত বা পা বিশেষ ভাবে ক্ষতিগ্রস্থ হয়, সে ক্ষেত্রে অবশ্যই শনি মহারাজকে সংযুক্ত করতে হবে।
(৭) কোথাও যদি দমবন্ধ হয়ে বা শ্বাসরোধে মৃত্যু হয়, সেখানেও শনি মহারাজ যুক্ত থাকবেন, এটা অবশ্যই জানবেন।
(৮) রাহু-কেতু সব সময় সংযুক্ত যে কোনও অস্বাভাবিক বা অপঘাতে মৃত্যু ইত্যাদির সঙ্গে।
(৯) যদি কারও শুক্র বিশেষ ভাবে প্রাকৃতিক বা ফাংশানাল অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে, সে ক্ষেত্রে সেই জাতকের স্ত্রীর মৃত্যু হবে অস্বাভাবিক ভাবে।
(১০) অপারেশন টেবিলে বা সার্জিক্যাল কোনও কারণে দুর্ঘটনা হলে বা মৃত্যু ঘটলে, তার পিছনে কারণ শনি মহারাজ আর রাহু। এর সঙ্গে মাঝে মধ্যে যোগ দেয় কেতু বা মঙ্গল।