Zubeen Garg Death

ক্ষোভ জ়ুবিনপ্রেমীদের

জুবিনের মৃত্যুর তদন্তে গাফিলতি হচ্ছে বলে বিরোধী নেতা অখিল গগৈ ও গৌরব গগৈয়ের অভিযোগেরও কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা নিয়মিত তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে, তারাই আদতে অভিযুক্ত শ্যামকানু মহন্ত আর সিদ্ধার্থ শর্মাকে বাঁচাতে চাইছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৯:০৬
Share:

জ়ুবিন গার্গ। — ফাইল চিত্র।

গুয়াহাটিতে সোমবার অনুষ্ঠিত হল পোস্ট ম্যালোনের অনুষ্ঠান। কিন্তু জ়ুবিনপ্রেমীদের একাংশ তা বাতিলের দাবিতে সরব ছিলেন। এ দিনই জ়ুবিন গর্গের মৃত্যুর তদন্তের চার্জশিটও দেওয়ার কথা ছিল। দাবি ওঠে, প্রিয় শিল্পীর চার্জশিট দেওয়ার দিনে বিদেশি, অচেনা শিল্পীর কনসার্ট চলবে না। পরে চার্জশিট দেওয়ার তারিখ পিছিয়ে ১২ ডিসেম্বর করা হয়। তখন দাবি ওঠে, জ়ুবিনকে ন্যায় দিতে বিলম্ব হচ্ছে। এই অবস্থায় পোস্ট ম্যালোনের কনসার্ট বয়কট করা হোক।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, “জুবিন জীবিত থাকতেই পোস্ট ম্যালোনকে অসমে আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন জুবিন কিংবা অন্য কেউই আপত্তি জানাননি। এখন হঠাৎ আপত্তির কারণ কী, আমি বুঝতে পারছি না। জ়ুবিন নিজেও পাশ্চাত্য সঙ্গীতের বড় ভক্ত ছিলেন।” হিমন্ত জানিয়ে দেন, তিনি বা রাজ্যের কোনও মন্ত্রীই পোস্ট ম্যালোনের শো দেখতে যাবেন না। জ়ুবিনের শেষ সিনেমা “রৈ রৈ বিনালে” রেকর্ড গড়লেও হিমন্ত তা দেখতে জাননি কেন সেই প্রশ্ন উঠেছে। হিমন্তের জবাব, “তদন্ত শেষ হোক, জানুয়ারিতে দেখব। এখন দেখলেই আমার মনে প্রশ্ন উঠবে চিকিৎসকরা জ়ুবিনকে বারবার জল ও আগুন থেকে দূরে থাকতে বললেও কেন তাঁকে নিয়ে সমুদ্রে শুটিং করা হল?”

জুবিনের মৃত্যুর তদন্তে গাফিলতি হচ্ছে বলে বিরোধী নেতা অখিল গগৈ ও গৌরব গগৈয়ের অভিযোগেরও কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা নিয়মিত তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে, তারাই আদতে অভিযুক্ত শ্যামকানু মহন্ত আর সিদ্ধার্থ শর্মাকে বাঁচাতে চাইছে। পুলিশ চার্জশিট দাখিল করলে অনেকের মুখোশ খুলে যাবে এবং স্পষ্ট হবে কারা প্রকৃতপক্ষে তদন্তে বাধা দিতে চাইছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন