ভারত বন্‌ধ ঘিরে সতর্কতা

এ বারে বন্‌ধের ডাক দিয়েছে উচ্চবর্ণদের একটি সংগঠন, দলিতদের সংরক্ষণের বিরোধিতা করে। আর এতেই নড়েচড়ে বসেছে নরেন্দ্র মোদী সরকার। আগেভাগেই সব রাজ্যকে সতর্কতার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০৪:২৪
Share:

এক সপ্তাহ আগেই দলিতদের ডাকা ভারত বন্‌ধ ঘিরে মৃত্যু এবং অশান্তি নিয়ে এখনও হিমশিম খাচ্ছে বিজেপি। তার মধ্যেই আগামিকাল, মঙ্গলবার ফের ভারত বন্‌ধ। তবে এই বন্‌ধের হাওয়া উঠেছে মূলত সোশ্যাল মিডিয়ায়। এবং এ বারে বন্‌ধের ডাক দিয়েছে উচ্চবর্ণদের একটি সংগঠন, দলিতদের সংরক্ষণের বিরোধিতা করে। আর এতেই নড়েচড়ে বসেছে নরেন্দ্র মোদী সরকার। আগেভাগেই সব রাজ্যকে সতর্কতার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

দলিতদের বন্‌ধের পরেই সোশ্যাল মিডিয়ায় ১০ এপ্রিল পাল্টা বন্‌ধ নিয়ে প্রচার ছড়ায় ‘অমিত শাহ ফ্যান ক্লাব’-এর নামে। স্বরাষ্ট্র মন্ত্রক খোঁজ নিয়ে দেখে, পুরোটাই ভুল প্রচার। যে কারণে খোদ অমিত শাহ একাধিক টুইট করে জানান, বিজেপি কোনও ভাবে দলিতদের সংরক্ষণ তুলতে চাইছে না। এর মধ্যেই রাজস্থানের উচ্চবর্ণের সংরক্ষণের দাবিতে বড় সভা ডাকে করণি সেনা। পাশাপাশি ব্রাহ্মণ, রাজপুত, জাঠ ও গুজ্জরদের নিয়ে ‘সর্ব সমাজ’ নামে একটি সংগঠন কাল ভারত-বন্‌ধের ডাক দিয়েছে।

বিজেপি সূত্রে বক্তব্য, দলিতদের নিয়ে বাড়াবাড়ি করলে দলের উচ্চবর্ণের ভোটব্যাঙ্কে আঁচ আসবে, এটা জানাই ছিল। কিন্তু এখন দলিত-কাঁটা দূর করাই গেরুয়া শিবিরের লক্ষ্য। ফলে কোনও ভাবেই বিজেপি বা সঙ্ঘ এ ধরনের পাল্টা বন্‌ধ ডেকে নিজের পায়ে কুড়ুল মারবে না। এই অবস্থায় ভারত বন্‌ধের ডাক ঘিরে নড়েচড়ে বসেছে কেন্দ্র।

Advertisement

আরও পড়ুন: সংঘাত নয়, চিনকে কাছে টানছে দিল্লি

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আজ সব রাজ্যকে আগাম সতর্কতা হিসেবে সব রকম নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কিছু গোষ্ঠী আগামিকাল বন্‌ধ ডেকেছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে জেলাশাসক ও জেলার পুলিশ সুপারদের উপরে। দরকার হলে স্পর্শকাতর এলাকায় টহলদারি বাড়াতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement