সহকর্মীকে ছুরি মেরে বন্দুক ও গুলি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে। জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের ঘটনা। কনস্টেবলের নাম রাজীব রঞ্জন। সহকর্মী রাজবীর সিংহের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তাঁর বচসা হয়। তিনি ছুরি নিয়ে চড়াও হন রাজবীরের উপরে। বিএসএফের শীর্ষ অফিসাররা ছাউনিতে আসার আগেই চম্পট দেন রাজীব। রাজবীর চিকিৎসাধীন।