National

‘পাক-অধিকৃত কাশ্মীর কি ভারতের পিতৃ-সম্পত্তি?’

এত দিন কেন্দ্র যে পথে চলে, তার অনুসারী হয়েও, হঠাৎ করেই তাঁর অবস্থান প্রায় ১৮০ ডিগ্রি বদলে ফেললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বললেন, ‘‘পাক-অধিকৃত কাশ্মীর ভারতের পিতৃ-সম্পত্তি নয়।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ২১:৩৩
Share:

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

এত দিন কেন্দ্র যে পথে চলে, তার অনুসারী হয়েও, হঠাৎ করেই তাঁর অবস্থান প্রায় ১৮০ ডিগ্রি বদলে ফেললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

Advertisement

বললেন, ‘‘পাক-অধিকৃত কাশ্মীর ভারতের পিতৃ-সম্পত্তি নয়।’’ একটি টেলিভিশন চ্যানেল ‘নিউজ-এইট্টিন’-এর ওয়েবসাইট জানিয়েছে, শুক্রবার চেনাব ভ্যালিতে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেন, ‘‘পাক-অধিকৃত কাশ্মীর এখন রয়েছে পাকিস্তানের অধিকারে। এটা ভারতের কোনও পিতৃ-সম্পত্তি নয় যে, তা নিয়ে ভারত বার বার দাবি জানিয়ে যাবে। ভারত যেন মনে না করে যে, পাক-অধিকৃত কাশ্মীরটা পূর্বপুরুষরা ভারতকেই দিয়ে গিয়েছেন! কাশ্মীর ইস্যুতে ভারতের যতটা দায়ভাগ, ততটাই দায়ভাগ পাকিস্তানেরও।’’ ফারুকের ওই মন্তব্যের সময় সেখানে ছিলেন তাঁর পুত্র ওমর আবদুল্লা।

আরও পড়ুন- ‘শতদ্রু, বিপাশা, ইরাবতীর এক বিন্দু জলও পাকিস্তানে যেতে দেব না

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement