National News

নোটবন্দির ধাক্কায় আর্থিক বৃদ্ধির হার তিন বছরে সর্বনিম্ন

গত তিন বছর তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১৯:৩৭
Share:

প্রতীকী ছবি।

নোটবন্দির ধাক্কায় ভারতের আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) পড়েছে দুদ্দাড়িয়ে। চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে তা দাঁড়িয়েছে ৫.৭ শতাংশয়। যা গত তিন বছর তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

Advertisement

কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, গত বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতের জিডিপি হার যেখানে ছিল ৭.৯ শতাংশ, সেখানে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সেই হার কমে হয়েছে ৫.৭ শতাংশ। নোটবন্দির ধাক্কায় হাল সবচেয়ে খারাপ হয়েছে উৎপাদন শিল্প, খনি ও উত্তোলন এবং নির্মাণ শিল্পের। সবচেয়ে বেহাল দশা উৎপাদন শিল্পের। যার বৃদ্ধির হার গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ছিল ১০.৭ শতাংশ, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তা কমে দাঁড়িয়েছে ১.২ শতাংশ।

আরও পড়ুন- বড় গাড়ির সেস ফের বেড়ে ২৫%

Advertisement

আরও পড়ুন- ‘ব্লু হোয়েলে ঢোকা যায়, বেরনো যায় না’, সুইসাইড নোটে লিখে আত্মঘাতী ছাত্র

ওই রিপোর্ট এও জানাচ্ছে, নোটবন্দির পর আর্থিক পরিষেবা ক্ষেত্র, ব্যবসা, হোটেল, পরিবহণ ও যোগাযোগ শিল্পের বৃদ্ধি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভালই হয়েছে। হোটেল, পরিবহণ ও যোগাযোগ শিল্পের বৃদ্ধির হার হয়েছে ১১ শতাংশ। প্রতিরক্ষা ক্ষেত্রে সেই বৃদ্ধির হারও তাৎপর্যপূর্ণ, সাড়ে ৯ শতাংশ।

শুধু তাই নয়, ২০১৬-’১৭ অর্থবর্ষে জিডিপি পড়ে হয়েছে ৭.১ শতাংশ, মূলত নোটবন্দির ধাক্কায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement