Ayushman Bharat Health Scheme

‘আয়ুষ্মান’-এ বঙ্গ না থাকায় দুর্ভোগ পরিযায়ীদের: নির্মলা

পশ্চিমবঙ্গ পিএম-জন আরোগ্য যোজনার (আয়ুষ্মান ভারত) অংশীদার হলে কলকাতা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রধান স্বাস্থ্য কেন্দ্র হিসেবে উঠে আসতে পারত। তার ফলে স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারি পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণ হত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৯:১১
Share:

নির্মলা সীতারামন। — ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এ পশ্চিমবঙ্গ যোগ না দেওয়ায় রাজ্যের পরিযায়ী শ্রমিকরা সমস্যায় পড়েছেন বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিযোগ তুললেন। তাঁর যুক্তি, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকলে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা দেশের অন্য রাজ্যে গিয়েও বিনা মূল্যে চিকিৎসা পেতেন। কিন্তু এই প্রকল্পের বাইরে থাকায় রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে আর্থিক উন্নতির গতিরোধ হয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গ পিএম-জন আরোগ্য যোজনার (আয়ুষ্মান ভারত) অংশীদার হলে কলকাতা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রধান স্বাস্থ্য কেন্দ্র হিসেবে উঠে আসতে পারত। তার ফলে স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারি পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণ হত। গত সপ্তাহেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়ুষ্মান ভারতে পশ্চিমবঙ্গ সরকারের যোগ না-দেওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বকে নিশানা করেছিলেন।

আজ রাজ্যসভায় জাতীয় সুরক্ষা সেস বিল বিতর্কে তৃণমূলের সাকেত গোখলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রশংসা করে বলেন, ‘‘কেন এত ভাল প্রকল্প থাকলে রাজ্য কেন্দ্রের প্রকল্পে যোগ দেবে?কেন্দ্র পিএম—জন আরোগ্য যোজনায় ৬০ শতাংশ অর্থ দিয়ে প্রধানমন্ত্রীর নামে প্রকল্পের নামকরণ করেছে।’’ পাল্টা জবাবে সীতারামন বলেন, ‘‘আয়ুষ্মান ভারতে যোগ দিলে ৭৮৫ কোটি টাকা পশ্চিমবঙ্গে পৌঁছত। তৃণমূল পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে হেনস্থা নিয়ে যুক্তিসঙ্গত ভাবে সরব হয়েছে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে নিখরচায় চিকিৎসার কথা ভাবেনি।’’

সাকেত আজ অভিযোগ করেন, মোদী সরকার পানমশলা থেকে জাতীয় সুরক্ষার নামে সেস আদায় করছে অথচ পহেলগাম, দিল্লির লাল কেল্লার সামনে নিরাপত্তা দিতে পারেনি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ তাঁকে বাধা দেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তোলেন, বিলেই যখন জাতীয় সুরক্ষার কথা রয়েছে, তখন কেন জাতীয় সুরক্ষার কথা আলোচনা করা যাবে না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন