Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper

বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার জল বাঁচাবে ফেসবুকের এই নতুন অফিস!

ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন।

ফেসবুক এ বার পরিবেশবান্ধব। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক কর্মচারীদের জন্য নতুন অফিস খুলেছে। সেই অফিস শুধু কর্মচারীদের সুযোগ-সুবিধাই দেখবে না, পরিবেশবান্ধবও হবে। বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার জলের অপচয় বন্ধ করবে।

সম্প্রতি ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ইনস্টাগ্রামে ওই নতুন বিল্ডিং এমপিকে ২১-এর ছবিও শেয়ার করেছেন।

ফেসবুকের অফিস ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। সেই পুরনো অফিস লাগোয়াই এই নতুন একতলা অফিসটি বানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। ৫২৩ হাজার বর্গ ফুটের ওই অফিসটির নকশা বানিয়েছেন ফ্রাঙ্ক গেহরি। তাতে একসঙ্গে ২০০০ কর্মচারী বসে কাজ করতে পারবেন।

আরও পড়ুন: বাসের অপেক্ষায় থাকা ছাত্রী-তরুণী দেখেও দর শুধোয় খদ্দের

তবে কী ভাবে জল সঞ্চয় করবে এই পরিবেশবান্ধব তা এখনও খোলসা করেননি ফেসবুক কর্তৃপক্ষ। শুধু জানানো হয়েছে, জলের পুনর্ব্যবহারের মাধ্যমে জলের অপচয় রোখা সম্ভব। আর এ ভাবেই বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার জলের অপচয় রোখা যাবে।


Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper