INTERNATIONAL NEWS

‘চিন আবার একটা প্লেগ আনল’, ফের তোপ ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘‘যেটা হওয়ার কথা ছিল না, সেটাই হয়েছে। চিন আবার একটা প্লেগ নিয়ে এসেছে পৃথিবীতে। ওরাই প্লেগটা বিশ্বে ফিরে আসতে দিয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৩ জুলাই ২০২০ ১৩:২২
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। -ফাইল ছবি।

ফের চিনের বিরুদ্ধে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, চিন আবার একটা প্লেগ নিয়ে এসেছে বিশ্বে। যার শিকার হতে হচ্ছে গোটা পৃথিবীকে।

Advertisement

হোয়াইট হাউসের গ্র্যান্ড ফোয়েরে ‘স্পিরিট অফ আমেরিকা শোকেস’ নামে একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার ফের চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘‘যেটা হওয়ার কথা ছিল না, সেটাই হয়েছে। চিন আবার একটা প্লেগ নিয়ে এসেছে পৃথিবীতে। ওরাই প্লেগটা বিশ্বে ফিরে আসতে দিয়েছে।’’

Advertisement

চিন কেন এমন করল, নিজের মতো করে তারও একটা ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘আমরা (আমেরিকা) যখন বেজিংয়ের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিটা করলাম, ঠিক সেই সময়েই চিন এটা করল। সেই চুক্তি স্বাক্ষরের কলমের কালিও শুকোয়নি। আর তখনই প্লেগ ফিরিয়ে আনল চিন। প্লেগকে ফিরে আসতে দিল।’’

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ২১ হাজার, সুস্থও সর্বাধিক

আরও পড়ুন- ভারতে কেন কোভিড-মৃত্যু তুলনায় কম, আলো ফেলল ৪ বাঙালির গবেষণা​

এক সময় প্লেগে বিশ্বে বহু মানুষের মৃত্যুর ঘটনার কথাই ট্রাম্প মনে করিয়ে দিতে চেয়েছেন এই করোনা পরিস্থিতিতে। গত ডিসেম্বরে চিনের উহান প্রদেশে উৎপত্তির পর যা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই ভয়ঙ্কর ভাইরাসের হানাদারিতে ইতিমধ্যেই বিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় সওয়া এক কোটি মানুষ। মৃত্যু হয়েছে সওয়া ৫ লক্ষ মানুষের। করোনায় মৃতের সংখ্যায় বিশ্বে আমেরিকাই এখন এক নম্বরে।

এ দিকে নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। করোনা এ বার সেই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলছে বলে ওয়াকিবহাল মহলের অনুমান। কারণ, অনেকেরই অভিযোগ, আরও আগে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারলে ট্রাম্প প্রশাসন করোনায় মৃত্যুর সংখ্যা কমাতে পারত।

বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, মানুষের দৃষ্টি অন্য দিকে ঘোরাতেই তাই এখন মরীয়া হয়ে উঠেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন