Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সমালোচনার মুখে কংগ্রেস নেতা

কংগ্রেস নেতা সঞ্জয় নিরূপম। ফাইল চিত্র

“প্রধানমন্ত্রী অশিক্ষিত। গেঁয়ো ভূত। ওঁর থেকে শেখার কী আছে?”  বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা সঞ্জয় নিরূপমের। তা নিয়ে সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি হয়েছে। যার নাম ‘চলো জিতে হ্যায়।’ মুম্বইয়ের বিভিন্ন স্কুলে সেটি দেখানোর পরিকল্পনা চলছে। সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন মুম্বইয়ে কংগ্রেসের দায়িত্বে থাকা সঞ্জয় নিরূপম।

সংবাদমাধ্যমে বলেন, “যে সমস্ত ছেলে মেয়ে স্কুল, কলেজে পড়ছে, মোদীর মতো অশিক্ষিত, গেঁয়ো ভূতের ব্যাপারে জেনে তাদের কী লাভ? অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে, আজ পর্যন্ত অধিকাংশ দেশবাসী ও শিশু জানেন না মোদীর কতদূর পড়েছেন।”

আরও পড়ুন: ভারতের মতো সীমান্ত-বিপদ আর কারও নেই, বললেন বায়ুসেনাপ্রধান

কোনও কংগ্রেস নেতার মুখে প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য এই প্রথম নয়। গত বছর গুজরাত নির্বাচনের সময় মোদীকে ‘ইতর’ বলে বিতর্ক বাঁধান মণিশঙ্কর আইয়ার। তার কড়া মূল্য চোকাতে হয় তাঁকে। সমালোচনার মুখে পড়ে তাঁকে সাসপেন্ড করে কংগ্রেস।

 

 

 


Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper