Rafale

কংক্রিটের বাঙ্কারও গুঁড়িয়ে দেবে রাফালের 'হাতুড়ি'

প্রথমে ফরাসী সংস্থা ‘স্যাফ্রাঁ ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স’-এর তৈরি হ্যামার ক্ষেপণাস্ত্র রাফালে বসানোর সিদ্ধান্ত হয়নি। পরে মত বদলায় বায়ুসেনা।

অম্বালার বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছল রাফাল— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ১৯:২৫
Share:
Advertisement

ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি রাফাল ৪.৫ প্রজন্মের মাল্টিরোল ফাইটার হিসেবে পরিচিত। ভারতীয় বায়ুসেনার হাতে মোট ২০২২ সালের মধ্যে মোট ৩৬টি রাফাল এসে পৌঁছনোর কথা।

হরিয়ানার অম্বালা এবং উত্তরবঙ্গের হাসিমারার বায়ুসেনা ঘাঁটিতে থাকবে দু’টি রাফাল গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রন। চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে ভারত ২৮টি এক আসনের এবং ৮টি দু’আসনের (মূলত প্রশিক্ষণে ব্যবহারের জন্য) রাফাল পাবে।

Advertisement

দু’টি স্নেকমা এম-৮৮ টার্বোফ্যান ইঞ্জিনবিশিষ্ট রাফালে ১৪ ধরনের অস্ত্র রয়েছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন, ৭০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ‘হ্যামার’ (হাইলি অ্যাজাইল অ্য়ান্ড ম্যানুভারেবল মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ)। ফরাসী সংস্থা ‘স্যাফ্রাঁ ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স’-এর তৈরি আধুনিক ইনফ্রারেড অনুসন্ধান ও ট্র্যাকিং সিস্টেম সমৃদ্ধ এই ‘হাতুড়ি’ শক্ত কংক্রিটের বাঙ্কার গুঁড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন: প্রতীক্ষার শেষ, পাঁচ রাফাল ফাইটার ছুঁয়ে ফেলল ভারতের মাটি

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement