Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper

গর্দান নেব তোর, কুড়ুল উঁচিয়ে হুঙ্কার খট্টরের

এই মুকুট পরাতেই কুড়ুল হাতে নিয়ে খাপ্পা খট্টর। ছবি: টুইটার

কুড়ুল উঁচিয়ে দলেরই এক নেতার মাথা কেটে নেওয়ার হুমকি দিলেন মনোহরলাল খট্টর। সাম্প্রতিক এই ঘটনার ভিডিয়ো বুধবার টুইট করেন কংগ্রেসের রণদীপ সিংহ সুরজেওয়ালা। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, জন আশীর্বাদ যাত্রায় বেরিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টর। গাড়ির মাথায় দাঁড়িয়ে একটি কুড়ুল উঁচিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের দেখাচ্ছেন, কী ভাবে শত্রু নিধন করতে হয়। এমন সময় পিছন থেকে দলের এক প্রবীণ সদস্য তাঁর মাথায় রুপোর মুকুট পরিয়ে দেন। এতেই খেপে হাতের কুড়ুলটা তুলে খট্টর বলেন, ‘‘কী করছিস? গর্দান নেব তোর। হটে যা!’’ নেতাটি তৎক্ষণাৎ মুকুট পরানোর মতো ‘অপরাধ’ করার জন্য ক্ষমা চেয়ে নেন হাত জোড় করে।

খট্টরের কথায়, ‘‘আজও দলের কোনও কর্মী মুকুট পরালে রেগে যাব। এটা আমার বরদাস্ত হয় না। ক্ষমতায় এসে এই সংস্কৃতি বিদেয় করেছি।’’ যাঁর মাথা কাটবেন বলেছিলেন তাঁর সম্পর্কে খট্টরের সংযোজন, ‘‘উনি দলের প্রবীণ কর্মী, খারাপ কিছু মনে করেননি।’’


Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper