Narendra Modi

চিনা গুরুর মন্ত্রে চমক দিয়েও প্রশ্নে মোদী

বিরোধীদের প্রশ্ন, মোদীর লে সফরে লাভ কী হল?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুলাই ২০২০ ০৩:৪৬
Share:

লাদাখে মোদী। ছবি: এএফপি।

প্রাচীন চিনের সামরিক কৌশলী সুন জু বলেছিলেন, ‘যেখানে কেউ তোমাকে আশা করছে না, সেখানেই উদয় হও’।

Advertisement

আড়াই হাজার বছর পুরনো চিনের সুন জু-র ‘দ্য আর্ট অব ওয়ার’-এর মন্ত্র মেনেই কি নরেন্দ্র মোদী লাদাখে গিয়ে চিনকে চমকে দিতে চেয়েছিলেন? আজ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের দাবি, ‘‘এ হল সুন জু-র কৌশলেই পাল্টা জবাব দেওয়া। কারণ, সুন জু বলেছিলেন, যেখানে কেউ তোমায় আশা করছে না, সেখানেই উদয় হও।’’ কিন্তু বিরোধীদের প্রশ্ন, মোদীর লে সফরে লাভ কী হল? চিন এখনও লাদাখের জমি দখল করে বসে রয়েছে! তা নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারছেন না বলেই মোদী কি চমক দিয়ে নজর ঘোরানোর চেষ্টা করছেন?

আরও পড়ুন: হাসপাতাল সফর: ‘ধন্দ’ কাটাতে সেনার বিবৃতি

Advertisement

আরও পড়ুন: লাদাখের জমি কবে ছাড়বে চিন, উত্তর নেই

শুধু তাই নয়, লে হাসপাতালে প্রধানমন্ত্রীর সেনা সাক্ষাৎ নিয়েও সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে, হাসপাতাল হলে পিছনে প্রোজেক্টরের পর্দা কেন। বিতর্ক এমন পর্যায়ে পৌছয় যে সেনাবাহিনীকে বিবৃতি দিয়ে জানাতে হয়, করোনা আবহে অডিয়ো-ভিডিয়ো প্রশিক্ষণ কেন্দ্রকে ওয়ার্ডে বদলে ফেলতে হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন