Farmer Protest

কৃষক আন্দোলনে সমর্থন, মার্সেডিজ ছেড়ে অন্য ভাবে মণ্ডপে পৌঁছলেন পাত্র

বাড়ি থেকে মণ্ডপে পৌঁছনোর জন্য একটি সুসজ্জিত মার্সেডিজ বেঞ্জের ব্যবস্থা করা হয়। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে সেই গাড়ি ছেড়ে একটি ট্র্যাক্টরে উঠে পড়েন সুমিত। তাতে করেই বিয়ের মণ্ডপে পৌঁছন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

কার্নাল শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৭:১৩
Share:

ট্রাক্টরে করে বিয়ে করতে চলেছেন পাত্র। টুইটার থেকে নেওয়া ছবি।

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় সব স্তরের মানুষ মুখ খুলছেন। এ বার কৃষক আন্দোলনের প্রতি সমর্থন প্রদর্শন করতে অভিনব পথ নিলেন বিয়ে করতে চলা এক পাত্র। তিনি মার্সেডিজ ছেড়ে একটি ট্র্যাক্টরে চড়ে বসেন। শুধু আন্দোলনকে সমর্থনই নয় এর পিছনে তাঁর যে চিন্তা-ভাবনা রয়েছে, তাও ব্যক্ত করেছেন ওই যুবক।

Advertisement

হরিয়ানার কার্নাল শহরের সেক্টর ৬-এর বাসিন্দা সুমিত ধুল। সম্প্রতি তিনি বিয়ে করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে মণ্ডপে পৌঁছনোর জন্য একটি সুসজ্জিত মার্সেডিজ বেঞ্জের ব্যবস্থা করা হয়। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে সেই গাড়ি ছেড়ে একটি ট্র্যাক্টরে উঠে পড়েন সুমিত। তাতে করেই বিয়ের মণ্ডপে পৌঁছন তিনি।

সংবাদ সংস্থাকে সুমিত বলেন, “আমিও কৃষক পরিবারের সন্তান। কাজের সূত্রে এখন শহরের বাসিন্দা হলেও কৃষক আন্দোলনে আমার পূর্ণ সমর্থন রয়েছে। সবারই কৃষকদের কথা আগে ভাবা উচিত। কৃষক আন্দোলনের প্রতি আমার সমর্থন প্রকাশ করতেই ট্র্যাক্টরে করে বিয়ে করতে যাচ্ছি।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন