‘আপনি কি স্বাস্থ্যমন্ত্রী’? ই-সিগারেট নিষিদ্ধ নিয়ে প্রশ্নের জবাব দিলেন নির্মলা

বুধবার সাংবাদিক সম্মেলনে নির্মলা স্পষ্টই জানিয়ে দেন, ই সিগারেট নিষিদ্ধ করার অর্থ উৎপাদন, আমদানি, রফতানি, পরিবহণ, বিক্রি, বণ্টন, মজুত করা ও বিজ্ঞাপন, ই সিগারেট সংক্রান্ত সব কিছুই নিষিদ্ধ হচ্ছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে মেনেই ওই মন্ত্রিগোষ্ঠী ই-সিগারেট নিষিদ্ধ করা সংক্রান্ত অর্ডিন্যান্স খতিয়ে দেখছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৫
Share:

বুধবারের সাংবাদিক সম্মেলনে নির্মলা সীতারামন। ফাইল চিত্র

ব্রাজিল, উরুগুয়ে, সিঙ্গাপুরের মতো ই-সিগারেট বন্ধ করার সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রক নিয়েছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সিদ্ধান্তের জানিয়েছেন সংবাদমাধ্যমকে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তে অর্থমন্ত্রীর মুখে এই ঘোষণা কেন? টুইটরে এমন প্রশ্নই তুলেছিলেন বাকোনায় সংস্থার চেয়ারপার্সন কিরণ মজুমদার শাহ। সেই প্রশ্নের উত্তর টুইটারেই ফেরালেন নির্মলা। বললেন, এক মন্ত্রিগোষ্ঠীর সভাপতি হিসেবে তিনি এদিন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

Advertisement

কিরণ মজুমদার শাহ এদিন টুইটারে এই ই সিগারেট নিষিদ্ধ হওয়ার সংবাদ শেয়ার করেন। সঙ্গে রাখেন এক গুচ্ছ প্রশ্ন। তিনি জানতে চান, এই ঘোষণা করা কি স্বাস্থ্যমন্ত্রকের কাজ নয়? গুটখার বিষয়ে কী ভাবছে কেন্দ্র? অর্থমন্ত্রক কি অর্থনীতিকে চাঙ্গা করতে কিছু ভেবেছে?

টুইটটির উত্তর দিতে দেরি করেননি অর্থমন্ত্রী। তিনি কিরণ মজুমদার শাহকে সম্বোধন করেই রিটুইট করেন। তিনি লেখেন, ‘আসলে আমি ওখানে অর্থমন্ত্রী হিসেবে নয়, একটি মন্ত্রিগোষ্ঠীর সভাপতি-প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। এটি মন্ত্রিসভার সিদ্ধান্ত। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দেশের বাইরে রয়েছেন। তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনের যোগ দিতে গিয়েছেন। এদিন আমার সঙ্গে স্বাস্থ্য সচিবও ছিলেন।’ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রকের দিকে আঙুল তুলেছিলেন কিরণ। উত্তরে নির্মলার দাবি, তিনি প্রতিনিয়ত আর্থিক পরিস্থিতির উপর নজর রাখছেন।

Advertisement

আরও পড়ুন:টার্গেট নেতা-আমলা! ইনদওরে অভিনব হানিট্র্যাপ-এর পর্দাফাস, আটক তিন মহিলা সহ ৪
আরও পড়ুন: রাজীব প্রশ্নে উষ্মা, অমিতের সঙ্গে প্রথম বৈঠকের পর মমতা বললেন, কথা হয়েছে এনআরসি নিয়ে

বুধবার সাংবাদিক সম্মেলনে নির্মলা স্পষ্টই জানিয়ে দেন, ই সিগারেট নিষিদ্ধ করার অর্থ উৎপাদন, আমদানি, রফতানি, পরিবহণ, বিক্রি, বণ্টন, মজুত করা ও বিজ্ঞাপন, ই সিগারেট সংক্রান্ত সব কিছুই নিষিদ্ধ হচ্ছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে মেনেই ওই মন্ত্রিগোষ্ঠী ই-সিগারেট নিষিদ্ধ করা সংক্রান্ত অর্ডিন্যান্স খতিয়ে দেখছে। অর্ডিন্যান্সের খসড়া অনুযায়ী, ই-সিগারেট সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রথম বার লঙ্ঘন করলে এক লক্ষ টাকা জরিমানা করা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন