সুপারস্টার আমির এবং তাঁর প্রাক্তন স্ত্রী রীনার মেয়ে ইরা অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। এই ফোটোশুটের আগেও শিরোনামে এসেছিলেন তিনি। যখন জানিয়েছিলেন তাঁর প্রেম সম্পর্কে। ইনস্টাগ্রামে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি এখন কাউকে ডেট করছেন? উত্তরে তিনি নিজের এবং মিশাল কৃপালনীর ছবি দেন। সেই সঙ্গে ছবিতে ট্যাগও করে দেন মিশালকে। ছবি: সোশ্যাল মিডিয়া