রেঞ্জ রোভার এসভি অটোবায়োগ্রাফি। দিল্লির শোরুমে এই গাড়ির দাম ৩.৯২ কোটি টাকা।
গ্রেটার নয়ডায় বুধবার থেকে শুরু হয়েছে ১৩তম অটো এক্সপো— গাড়ি প্রদর্শনী। রয়েছে নামী-দামি ও নতুন ৮০টিরও বেশি গাড়ি-মোটরসাইকেল। দু’বছর অন্তর হওয়া এই গাড়ি প্রদর্শনী আগে দিল্লির প্রগতি ময়দানে হত। তবে, বহর বেড়ে যাওয়ায় ২০১৪ থেকে তা সরে গিয়েছে গ্রেটার নয়ডায়। পাশাপাশি গাড়ির যন্ত্রাংশের মেলা হচ্ছে প্রগতি ময়দানে। যৌথ ভাবে দু’টি মেলার উদ্যোক্তা সোসাইটি অব ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স (সিয়াম), অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (অ্যাকমা) ও সিআইআই। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মেলার দরজা খুলবে সাধারণ দর্শকদের জন্য।
এই সংক্রান্ত খবর
• অটো এক্সপোর চমক বলিউড প্যাভিলিয়ন
এই সংক্রান্ত গ্যালারি
• রুপোলি পর্দার সেই সব গাড়ি ও বাইক