Sport News

যে সব কারণে বেঙ্গালুরুতে অজিদের বিরুদ্ধে আজ ফেভারিট হিসাবে শুরু করবেন কোহালিরা

মুম্বইয়ের ধাক্কা কাটিয়ে রাজকোটেই স্বমহিমায় ফিরে এসেছেন বিরাট কোহালিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ফয়সালার ম্যাচে এ বার বেঙ্গালুরুতে কী হবে? ভারত কি ঘরের মাঠে আরও একটা সিরিজ ছিনিয়ে নিতে পারবে? ক্রিকেট পণ্ডিতদের অনেকেই কিন্তু মনে করছেন, অ্যারন ফিঞ্চদের ধরাশায়ী করবে ভারতই। কেন এমনটা মনে করছেন তাঁরা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ০৯:১১
Share:
০১ ১০

মুম্বইয়ের ধাক্কা কাটিয়ে রাজকোটেই স্বমহিমায় ফিরে এসেছেন বিরাট কোহালিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ফয়সালার ম্যাচে এ বার বেঙ্গালুরুতে কী হবে? ভারত কি ঘরের মাঠে আরও একটা সিরিজ ছিনিয়ে নিতে পারবে? ক্রিকেট পণ্ডিতদের অনেকেই কিন্তু মনে করছেন, অ্যারন ফিঞ্চদের ধরাশায়ী করবে ভারতই। কেন এমনটা মনে করছেন তাঁরা?

০২ ১০

প্রথমত, রবিবার বেঙ্গালুরুর মাঠে হোম অ্যাডভান্টেজ পাবেন বিরাট কোহালিরা। যা যে কোনও ম্যাচেই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার বা ফিঞ্চদের বিরুদ্ধে আজকের ম্যাচে দ্বাদশ ব্যক্তি অবশ্যই ভারতীয় দর্শক।

Advertisement
০৩ ১০

শুধু কি টিম ইন্ডিয়া! আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহালির অন্ধ ভক্তদের কথাটাও ভুলে যাবেন না। আইপিএল হোক বা টিম ইন্ডিয়া, বিরাটদের হয়ে গলা ফাটাতে স্বাভাবিক ভাবেই কসুর করবে না আরসিবির হোম গ্রাউন্ড।

০৪ ১০

বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়াকে জয় এনে দিতে পারেন স্পিনাররা। রাজকোটে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেডার জুটি অজিদের বেশ সমস্যায় ফেলেছেন। দু’জনেই ২টো করে উইকেট তুলে নিয়েছেন। অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ বা মার্নাস লাবুশানেদের স্পিনের ফাঁদে ফেলেছেন। ফলে আজকের ম্যাচে কুলদীপ-জাডেজার জুটির ভার সামলানো মুশকিল হতে পারে অজিদের।

০৫ ১০

কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেডার পাশে অজি স্পিনারদের রেখে দেখুন। ভারতীয়দের বেকায়দায় ফেলতে তেমন সফল হননি তাঁরা। একমাত্র অ্যাডাম জাম্পা ছাড়া অন্য কোনও স্পিনার চোখে পড়ছে না, যিনি রোহিত শর্মাদের রান তোলার ব্যাঘাত ঘটাতে পারবেন।

০৬ ১০

স্পিনারদের মতো ভারতের পেসারাও কম যান না। ওয়াংখেড়েতে কোনও উইকেট না পেলেও রাজকোটেই ৩ উইকেটে দখল করেছেন মহম্মদ শামি। তাঁর মতো এ ম্যাচে চমক দেখাতে পারেন যশপ্রীত বুমরাও। রাজকোটে উইকেটের খরা মেটাতে তিনি যে মুখিয়ে রয়েছেন, তা নিশ্চয়ই বলে দিতে হবে না।

০৭ ১০

এই বেঙ্গালুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সিরিজ ফয়সালার ম্যাচে ফের এক বার সে চেষ্টা করতে পারেন রোহিত। সেই সঙ্গে রাজকোটেই ৯০ বলে ৯৬ রান করা শিখর ধওয়নের কথাটাও ভুলে যাবেন না যেন।

০৮ ১০

রোহিত শর্মা বা শিখর ধওয়নের মতো ওপেনার ছাড়াও মিডল অর্ডারে ভারতকে ভরসা দিচ্ছেন কে এল রাহুল। এ সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন। ব্যাটিংয়ের সঙ্গে রাজকোটে অস্থায়ী কিপার হিসাবে রাহুল নজর কেড়েছেন। যার ফলে দলের ভারসাম্যও বেড়েছে।

০৯ ১০

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের জয়ের ক্ষেত্রে যিনি অন্যতম ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, তিনি হলেন বিরাট কোহালি। প্রথম ম্যাচে তেমন কিছু না করতে পারলেও রাজকোটে ৭৬ বলে ৭৮ রান করেছেন। তবে তাঁর ব্যাটিং ছাড়াও অধিনায়কত্বও ভারতকে অ্যাডভান্টেজ দিচ্ছে।

১০ ১০

আইপিএলে আরসিবি-র ঘরের মাঠ হওয়ায় চিন্নাস্বামীর পিচকে হাতের তালুর মতো চেনেন বিরাট। সিরিজ জয়ের পথে সেটা একটা বাড়তি সুবিধা দেবে বলেও মনে করছেন অনেকে। সেই সঙ্গে বিরাটের আগ্রাসী অধিনায়কত্বের বিষয়টাও মনে রাখবেন। ডু-অর-ডাই ম্যাচে প্রায়শই নিজের সেরাটা বার করে এনেছেন কোহালি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement