শনিবার গঙ্গা থেকে উদ্ধার হওয়া যে পাখির ছবি ছাপা হয়েছিল সেটি আসলে পার্পেল সোয়াম্প হেন। কিন্তু সেদিন বন দফতরের কর্মীরা জানিয়েছিলেন, সেটি ময়ূর। এক দিন পর অবশ্য বন দফতরের তরফে জানানো হয়, পাখিটি আসলে পার্পেল সোয়াম্প হেন। বাংলায় বলা হয় কামপাখি। বন দফতরের হুগলির রেঞ্জ অফিসার চিত্তরঞ্জন প্রামাণিক বলেন, ‘‘পাখিটিকে সল্টলেকে বন দফতরের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।’’