ময়ালের মৃত্যু

ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণের মৃত্যু অব্যাহত ডুয়ার্সে। বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ময়ালের। ডুয়ার্সের নাগরাকাটা এবং চালসা স্টেশনের মাঝখানে খুনিয়া মোড় লাগোয়া রেলগেটের কাছে ময়ালটি ট্রেনে কাটা পড়ে। বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ চালসা থেকে নাগরাকাটা অবধি রেলকর্মীরা রেললাইনে টহল দেবার সময় ময়ালটির দেহ রেললাইনে দেখতে পান। মৃত ময়ালটি ১২ফুট লম্বা বলে জানান বনকর্মীরা জানান।

Advertisement
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০২:৫০
Share:

ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণের মৃত্যু অব্যাহত ডুয়ার্সে। বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ময়ালের। ডুয়ার্সের নাগরাকাটা এবং চালসা স্টেশনের মাঝখানে খুনিয়া মোড় লাগোয়া রেলগেটের কাছে ময়ালটি ট্রেনে কাটা পড়ে। বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ চালসা থেকে নাগরাকাটা অবধি রেলকর্মীরা রেললাইনে টহল দেবার সময় ময়ালটির দেহ রেললাইনে দেখতে পান। মৃত ময়ালটি ১২ফুট লম্বা বলে জানান বনকর্মীরা জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement