All Stars Match

আইপিএল-এর আগেই অল স্টার ম্যাচ, জানিয়ে দেওয়া হল দিনক্ষণ

আটটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে দু’টি দল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৪
Share:

অল স্টার ম্যাচে একই দলের হয়ে খেলবেন ধোনি, কোহালি ও রোহিত। —ফাইল চিত্র।

আইপিএল-এর বল গড়ানোর আগেই হবে অল স্টার ম্যাচ। ম্যাচটির দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও আইপিএল লিগ কমিটি আগে সিদ্ধান্ত নিয়েছিল আইপিএল-এর আগে হবে তারকা সমৃদ্ধ এই ম্যাচ।

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই অভিনব ভাবনা নিয়ে মাঝে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আইপিএল-এর ঠিক শুরুর আগে তারকা ক্রিকেটারদের ছাড়া নিয়ে বেঁকে বসেছিল ফ্র্যাঞ্চাইজিরা। এমন খবরই ছড়িয়ে পড়েছিল। অবশেষে সেই ম্যাচ হবে। দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট খেলবেন কোহালিরা, ইঙ্গিত বোর্ডের

মুম্বইয়ে ২৫ মার্চ হবে অল স্টার ম্যাচ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও আইপিএল কমিটি আগে সিদ্ধান্ত নিয়েছিল, আটটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে দু’টি দল।

কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স-এর ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে একটি দল। অন্যদিকে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে তৈরি হবে আরও একটি দল।

আরও পড়ুন: যুব বিশ্বকাপ জিতে বাঁধনহারা উচ্ছ্বাসের কারণ কী? রহস্য ফাঁস করলেন বাংলাদেশের পেসার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন