Sourav Ganguly

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জিতে দেখাও, কোহালিদের চ্যালেঞ্জ ছুড়লেন সৌরভ

কিউয়িদের দেশে ভারত এখনও পর্য়ন্ত নয়টি টেস্ট সিরিজ খেলেছে। তার মধ্যে জিতেছে মাত্র দুই সিরিজে। বিরাট কোহালির দলের কাজটা তাই একেবারেই সহজ নয়। বরং রীতিমতো কঠিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১৬:৫৯
Share:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও কোহালির ভারতের দাপট দেখতে চাইছেন সৌরভ। ছবি: এএফপি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে বিরাট কোহালির ভারত। শুক্রবার ছয় উইকেটে জয়ের পর রবিবার কেন উইলিয়ামসনদের দলকে সাত উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য কুড়ি ওভারের ক্রিকেটে ভারতের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত নন। তিনি দুই টেস্টের সিরিজে জয়ী দেখতে চান ভারতকে।

কাজটা যদিও সহজ নয়। কিউয়িদের দেশে ভারত এখনও পর্য়ন্ত নয়টি টেস্ট সিরিজ খেলেছে। তার মধ্যে জিতেছে মাত্র দুই সিরিজে। ১৯৬৭-৬৮ মরসুমে ও ২০০৮-০৯ মরসুমে এসেছিল জয়। টেস্ট সিরিজ ড্র হয়েছিল দু’বার। আর বাকিগুলো জিতেছিল হোম টিম। এ বার তাই কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত।

Advertisement

আরও পড়ুন: ফের রাহুল-শ্রেয়াসের দাপট, সাত উইকেটে জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত

আরও পড়ুন: ভারতীয় টেল এন্ডারদের ব্যাটিং ভাল হওয়ার রহস্য ফাঁস করলেন লক্ষ্মণ​

সৌরভ বলেছেন, “দারুণ সম্ভাবনা রয়েছে। গত বার নিউজিল্যান্ডে এসে আমরা একদিনের সিরিজ ৪-১ জিতেছিলাম। এ বার টেস্ট সিরিজ জিততে চাই। প্রত্যেক সিরিজই অবশ্য সমান গুরুত্বপূর্ণ। তবে টেস্ট সিরিজ জিততে পারলে তার অনুভূতি আলাদা হয়। আমাদের দল দারুণ। প্রত্যেকে ফর্মেও রয়েছে। বিশ্বাস করি মাঠে ভাল খেলতে গেলে মাঠের বাইরের ব্যাপারগুলো ঠিকঠাক সামলাতে হয়। আমরা বিরাট কোহালিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। অহেতুক কোনও চাপ নিতে বারণ করেছি। ক্রিকেটারদের ধারাবাহিকতার দিকে নজর দিতেও বলেছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন