Cricket

রাজনীতিতে নেমে হারাব ইমরানকে, তোপ মিয়াঁদাদের

মিয়াঁদাদ তোপ দেগেছেন, ইমরানের সুপারিশে যাঁরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত, তাঁদের একজনও ক্রিকেট বোঝেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২০ ০৬:৩২
Share:

ক্ষুব্ধ: প্রধানমন্ত্রী ইমরানকে চাঞ্চল্যকর ভাবে আক্রমণ করে বসলেন মিয়াঁদাদ।

বিশ্বকাপ জয়ী পাক অধিনায়ক ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন জাভেদ মিয়াঁদাদ। বললেন, ‘‘পাকিস্তানের ক্রিকেটকে একেবারে ধ্বংস করে দিয়েছে ইমরান খান।’’ শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী ইমরানকে রাজনীতির ময়দানে নেমে হারানোর হুঙ্কারও দিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ।

Advertisement

মিয়াঁদাদ তোপ দেগেছেন, ইমরানের সুপারিশে যাঁরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত, তাঁদের একজনও ক্রিকেট বোঝেন না। নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেছেন, ‘‘পিসিবি-তে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের মধ্যে কেউ ক্রিকেটের ‘এবিসিডি’ জানে না। ব্যক্তিগত ভাবে আমি এ বিষয়ে ইমরানের সঙ্গে কথা বলব। পাক ক্রিকেটের পক্ষে ক্ষতিকর এমন কাউকেই আমি ছাড়ব না।’’

বুধবারের ভিডিয়োতে ইমরানকে আরও একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ। প্রধানমন্ত্রীকে টক্কর দেওয়ার জন্য মিয়াঁদাদ এ বার রাজনীতির ময়দানে নেমেও তাঁকে হারাতে প্রস্তুত। বলেছেন, ‘‘রাজনীতির ময়দানে নামলে চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেব। ঠিককে ঠিক বলব, ভুলকে ভুল। কোনও মুখোশ পরে থাকার পাত্র নই। ইমরান মনে রেখো, আমি তোমার অধিনায়ক ছিলাম। রাজনীতির ময়দানেও তোমাকে টক্কর দিতে আমার অসুবিধা হবে না।’’

Advertisement

বিদেশ থেকে ওয়াসিম খানকে এনে পিসিবি-র দায়িত্বে বসানোর বিরুদ্ধেও তোপ দাগলেন মিয়াঁদাদ। বলেছেন, ‘‘বিদেশ থেকে একজনকে আনা হয়েছে পাক ক্রিকেট বোর্ডে। ও যদি চুরি করে পালায়? তা হলে কি কেউ ধরতে পারবে? পাকিস্তানে কেউ কি আর বেঁচে নেই? যে বাইরে থেকে একজনকে এনে দায়িত্ব দেওয়া হল? পিসিবি-তে যোগ্য কেউ দায়িত্ব না পেলে দেশের ক্রিকেটের হালও হয়তো ফিরবে না। আমি চাইব, দেশের প্রাক্তন ক্রিকেটারদের উপরে আরও ভরসা করা হোক। পাকিস্তানের প্রত্যেকে এ বিষয়ে ভাবনা-চিন্তা করুক। তাঁরা জেগে উঠুন।’’ আরও বলেন, ‘‘ক্রিকেটারদের ব্যবহার করে একেবারে ছুড়ে ফেলে দেয় পিসিবি। ভবিষ্যতের যখন দায়িত্ব নিতে পারবে না, তখন কেন ক্রিকেটার উঠবে? শেষ জীবনে দিনমজুরের কাজ করে অর্থ উপার্জন করতে হয়। যারা ক্রিকেটার, তাদের ভবিষ্যৎ অন্তত সুরক্ষিত হওয়া উচিত। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি। আবারও বলতে বাধ্য হচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন