Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper

ভারতীয় কোচদের দিয়ে হবে না, বলছেন এশিয়াডে সোনাজয়ী ভিনেশ ফোগত

এশিয়াডে সোনাজয়ী ভিনেশ ফোগত। ছবি: পিটিআই।

এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগির ভিনেশ ফোগত তোপ দাগলেন ভারতীয় কোচদের উদ্দেশে। বললেন, অলিম্পিকে চ্যাম্পিয়ন করানোর মতো ক্ষমতা ভারতীয় কোচদের নেই।

সাইয়ের দেওয়া সংবর্ধনা সভায় এসে ভিনেশ সাফ বলেছেন, “ভারতীয় কোচেরা ফলাফল আনছেন ঠিকই। কিন্তু অলিম্পিকের মতো প্রচণ্ড প্রতিযোগিতার আসরে, আমাদের দরকার বিদেশি কোচ। যাঁরা প্রতিদিন পরিকল্পনা করবেন, আলোচনা করবেন, আমাদের খেলায় যা প্রয়োজন, সেই গতি, স্ট্যামিনা ও শক্তি-নির্ভর টেকনিক নিয়ে।”

২০১৪ ও ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে কুস্তিতে সোনা পেয়েছিলেন ভিনেশ। গত মাসে জাকার্তায় কুস্তির ৫০ কেজি বিভাগেও জেতেন সোনা। দুই বছর পরের টোকিয়ো অলিম্পিকে পদক আনার লক্ষ্যে, সঙ্গে ব্যক্তিগত কোচ রাখতে চাইছেন তিনি।

আরও পড়ুন: নির্বাচন ও বিশ্বকাপের মধ্যে পড়ে সমস্যায় ২০১৯ আইপিএল

আরও পড়ুন: সেঞ্চুরি করে বুমরাকে কেন ধন্যবাদ জানালেন কুক?

ভিনেশের কথায়, “হাঙ্গারির ওয়ালার আকো এশিয়ান গেমসের আগে আমাকে সাহায্য করেছেন। উনি বেশ কিছু মূল্যবান শিক্ষা দিয়েছেন, যা জাকার্তায় খুব কাজে এসেছে। আমার তাই মনে হচ্ছে,অলিম্পিকে পদক জিততে হলে ওয়ালারের মতো ব্যক্তিগত কোচের দরকার। এশিয়ান গেমসের আগে আমি হাঙ্গারিতে গিয়েছিলাম। দুর্বলতার জায়গা মেরামত করেছিলাম। স্প্যানিশ গ্রাঁ প্রি-তে সেই কারণেই পেয়েছিলাম সোনা। আগামী দুই বছর যদি এ ভাবেই অনুশীলন করে যেতে পারি, নিশ্চিত ভাবেই অলিম্পিকে পদক পাব।”

(ক্রিকেটারদের ইন্টারভিউ, ফুটবলারদের ইন্টারভিউ, অ্যাথলিটদের লড়াইয়ের গল্প - ক্রীড়াজগতের সব খবর আমাদের খেলা বিভাগে।)


Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper