Robert Lewandowski

চ্যাম্পিয়ন্স লিগে আজ লেয়নডস্কির শক্তি বনাম লিয়ো-শিল্প

ইউরোপের ক্লাব ফুটবলে এখনও পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ১০ বার। বায়ার্ন জিতেছে ছ’বার। বার্সা জিতেছে মাত্র দু’বার। ড্র হয়েছিল দু’টি ম্যাচে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ০৬:৩৩
Share:

আগমন: বায়ার্নের চ্যালেঞ্জ নিতে লিসবনে পৌঁছলেন মেসিরা। ছবি: এপি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে শুক্রবার রাতে আকর্ষণের কেন্দ্রে লিয়োনেল মেসি বনাম রবার্ট লেয়নডস্কি দ্বৈরথ। প্রথম জন লা লিগায় এ বারও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। আর এক জন জার্মান বুন্দেশলিগায় সব চেয়ে বেশি গোল করেছেন। যদিও দুই তারকার ক্লাবের ছবিটা সম্পূর্ণ আলাদা।

Advertisement

বার্সেলোনা লা লিগায় ব্যর্থ। ম্যানেজার কিকে সেতিয়েনের সঙ্গে ফুটবলারদের বিবাদের জেরে রীতিমতো অস্বস্তিকর আবহ ক্লাবের অন্দরমহলে। বায়ার্ন শিবিরের পরিবেশ ঠিক এর উল্টো। টানা আট বার বুন্দেশলিগা জয়ের অনন্য নজির গড়েছে। ম্যানেজার হান্স ফ্লিকের সঙ্গে ফুটবলারদের সম্পর্ক বন্ধুর মতো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই পর্বেই চেলসিকে কার্যত উড়িয়ে দিয়েছেন লেয়নডস্কিরা। কিংবদন্তি জার্মান তারকা লোথার ম্যাথাউস তো বলেই দিয়েছেন, বার্সেলোনার পক্ষে বায়ার্নকে হারানো সম্ভব নয়। শুধু তাই নয়। লেয়নডস্কিকে তিনি এগিয়ে রেখেছেন মেসির চেয়ে।

বৃহস্পতিবার লিসবনে পৌঁছেই ম্যাথাউসকে জবাব দিলেন বার্সা ম্যানেজার। সাংবাদিক সম্মেলনে সেতিয়েন বলেছেন, ‘‘লেয়নডস্কি দুর্দান্ত। কিন্তু কখনওই মেসির মানের নয়।’’ তিনি যোগ করেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে রয়েছে লেয়নডস্কি। গোল করছে এবং করাচ্ছে। লিয়ো কী করতে পারে তা আমরা সকলেই নাপোলির বিরুদ্ধে ম্যাচে দেখেছি।’’

Advertisement

আরও খবর: বার্সায় একসঙ্গে মেসি-রোনাল্ডো? স্প্যানিশ সাংবাদিকের দাবিতে জল্পনা তুঙ্গে​

আরও খবর: তবু আইএসএল নিয়ে আশা ইস্টবেঙ্গলে

নাপোলির বিরুদ্ধে মেসি, লুইস সুয়ারেস ও আতোয়াঁ গ্রিজ়ম্যানকে ফরোয়ার্ডে রেখে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন সেতিয়েন। স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, বায়ার্নের বিরুদ্ধে ৪-৪-২ ছকে খেলাতে পারেন তিনি। বার্সা ম্যানেজার বলছেন, ‘‘আমাদের ভাবনায় অনেক কিছুই রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব।’’

ইউরোপের ক্লাব ফুটবলে এখনও পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ১০ বার। বায়ার্ন জিতেছে ছ’বার। বার্সা জিতেছে মাত্র দু’বার। ড্র হয়েছিল দু’টি ম্যাচে। এই কারণেই ফুটবল বিশেষজ্ঞদের একাংশ বায়ার্নকেই এগিয়ে রাখছেন। সেতিয়েন বলছেন, ‘‘বায়ার্ন কী রকম দল তা আমাদের অজানা নয়। তবে আমরাও এই ম্যাচটার জন্য অপেক্ষা করে আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন